Okaya EV: নববর্ষের আগে ইলেকট্রিক স্কুটির দাম কমল, 30,000 টাকা ছাড়ে কেনার সুযোগ

Avatar

Published on:

Okaya EV Electric Scooters Price Cut

2024-এর মার্চ সমাপ্তির সাথেই ‘ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস’ বা ফেম-2 স্কিমের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সীমিত সময়ের জন্য নতুন স্কিম চালু হলেও, বৈদ্যুতিক যানবাহন আগের মতো সস্তায় মিলছে না। স্বাভাবিকভাবেই দাম বেড়েছে বিভিন্ন ইলেকট্রিক স্কুটারের। তবে ক্রেতাদের স্বস্তি দিয়ে এখনও পুরনো দামেই ই-স্কুটার বিক্রির ঘোষণা করল ওকায়া ইভি (Okaya EV)।

ফেম-2 সাবসিডি ধরে যে দাম পড়ত, এখনো সেই মূল্যেই ইলেকট্রিক স্কুটার বিক্রি করবে ওকায়া ইভি। এজন্য তাদের বিক্রিত প্রতিটি মডেলের দাম কমাতে হয়েছে। তবে এই অফার সীমিত সময়ের জন্য। বর্তমানে ওকায়া’র ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 69,950 টাকা থেকে। ফুল চার্জে বেস মডেলটির মাইলেজ 75 কিলোমিটার।

Okaya EV-র ইলেকট্রিক স্কুটার আগের দামে কেনা যাচ্ছে

এই প্রসঙ্গে ওকায়া ইভি-র ম্যানেজিং ডিরেক্টর ডঃ অনশুল গুপ্তা বলেন, “Okaya EV-র তরফে আমরা ক্রেতাদের চাহিদাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকি। দীর্ঘস্থায়ী পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইলেকট্রিক যানবাহনের ভূমিকা কতটা আমরা বুঝেছি। এক্ষেত্রে দাম বাঁধা হয়ে না দাঁড়াবে না বলেই আমাদের বিশ্বাস। তাই যতক্ষণ স্টক রয়েছে, ফেম-2 পরবর্তী সময়েও আমরা আগের দামেই ইলেকট্রিক স্কুটার ক্রেতাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছি।”

Okaya Faast F4 মডেলটিতে 30,123 টাকা ভর্তুকি ধরে এখন কিনতে খরচ পডবে 1,19,989 টাকা। ফুল চার্জে এটি 160 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এতে উপলব্ধ একজোড়া ব্যাটারি থেকে সম্মিলিতভাবে 4.4 কিলোওয়াট আওয়ার ক্ষমতা উৎপন্ন হয়। সংস্থার অন্যান্য স্কুটারের বর্তমান দাম (এক্স-শোরুম) নিচে দেওয়া রইল।

Faast F3 : 1,34,946 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 1,09,990 টাকা

Faast F2F : 93,999 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 79,950 টাকা

Faast F2B : 1,09,233 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 88,950 টাকা

Faast F2T : 1,05,092 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 92,900 টাকা

Freedum : 75,899 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 69,950 টাকা

Motofaast 35 : 1,54,475 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 1,24,999 টাকা

সঙ্গে থাকুন ➥