Ola MoveOS 4: মুখ দেখালেই স্টার্ট! ওলার ই-স্কুটারে আসছে একঝাঁক ফাটাফাটি ফিচার্স

Avatar

Published on:

Ola Electric MoveOS 4 Software Features

ওলা ইলেকট্রিক (Ola Electric) গতকাল এখনো পর্যন্ত তাদের বৃহত্তম সফটওয়্যার আপডেট রোলআউটের ঘোষণা করেছে। সংস্থার সমস্ত স্কুটার পেতে চলেছে নতুন MoveOS 4 আপডেট। অপারেটিং সিস্টেমের এই নতুন ভার্সনে যুক্ত হয়েছে হরেক রকম ফিচার। ওলা জানিয়েছে সফটওয়্যারের বেটা ভার্সন ১৫ সেপ্টেম্বর থেকে ছাড়া আরম্ভ হবে। তবে পাবলিক রোলআউট হতে আরও এক মাস সময় লাগবে। অর্থাৎ পুজোর আগেই নতুন আপডেট সহ ওলার ইলেকট্রিক স্কুটার চালানোর আনন্দ উপভোগ করা যাবে।

Ola MoveOS 4 সফটওয়্যারে নতুন কী কী ফিচার

MoveOS 4 অপারেটিং সিস্টেমে চার্জিং ও রাইডিং রেঞ্জ সহ হিল হোল্ড, রিজিনারেশন, চার্জিং টাইম প্রেডিকশন উন্নততর করে তোলা হয়েছে। পাশাপাশি হাইপারচার্জিং সহ ডকুমেন্ট সিঙ্কিং, কন্ট্যাক্ট সিঙ্কিং, পেয়ারিং ও টাচ রেসপন্স এখন আরও দ্রুত হবে। এছাড়াও নতুন বৈশিষ্ট্য তালিকায় রয়েছে ওলা ম্যাপ, জিও ফেন্সিং, টাইম ফেন্সিং, রাইড জার্নাল এবং কনসার্ট মোড। ওলার ম্যাপ সংস্থার প্রযুক্তিবিদরা মিলে তৈরি করেছে।

ওলার নতুন সফটওয়্যারে থাকছে গ্যারেজ মোড। ফলে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওলার একাধিক ইলেকট্রিক স্কুটার নিয়ন্ত্রণ করা যাবে। নতুন এনার্জি ইনসাইট ফিচারের ফলে কতটা তেল খরচ বাঁচানো গিয়েছে, তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। সঙ্গে যুক্ত হয়েছে হিল ডিসেন্ট কন্ট্রোল সিস্টেম। এই অ্যাপ্লিকেশন বায়োমেট্রিক অ্যাপ লক সমর্থন করবে। অর্থাৎ নিজের মুখ অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্কুটার আনলক পারবেন ব্যবহারকারীরা।

MoveOS 4-এর অংশ হিসাবে অ্যাপ্লিকেশন উইজেট এবং ইকো রাইডিং মোডে ক্রুজ কন্ট্রোল উপলব্ধ হবে। এছাড়াও নতুন ফিচার হিসাবে মিলবে পার্সোনালাইজড প্রক্সিমিটি, অটো টার্ন ইন্ডিকেটর কাট অফ, নতুন ট্রিপ মিটার, মিউজিক এবং কলের জন্য হেডফোন কন্ট্রোল, টেকমি হোম লাইট, ফেভারিট কন্ট্যাক্ট, ডার্ক মোড, ওটিএ আপডেট, হিল হোল্ড সেটিং, রিজেন সেটিং, কল সেটিং এবং ভ্যাকেশন মোড। আরও এক উল্লেখযোগ্য ফিচার হিসেবে মিলবে ট্যাম্পার অ্যালার্ট। যার ফলে স্কুটার চুরির চেষ্টা হলে ব্যবহারকারী বা আশেপাশের মানুষকে সতর্ক করবে এটি।

সঙ্গে থাকুন ➥