রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য সুখবর, এই অর্থবর্ষে 6টি নতুন বাইক লঞ্চ করবে সংস্থা

Avatar

Published on:

Royal Enfield Launch New Motorcycles 2024

2024-25 অর্থবর্ষে বড়সড় পরিকল্পনা নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। বাজার মাতাতে ছয়টি নতুন মোটরসাইকেল আনবে সংস্থা। আসন্ন মডেলের তালিকায় থাকছে 350 সিসি, 450 সিসি, 650 সিসি ইঞ্জিনের একাধিক বাইক। চলুন তবে আর কথা না বাড়িয়ে আসন্ন মডেলগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Royal Enfield Classic 650

Classic 650 আনছে রয়্যাল এনফিল্ড। দর্শনের দিক থেকে এটি Classic 350-কেই অনুসরণ করবে। তবে থাকবে আরও বেশি ক্ষমতার ইঞ্জিন এবং উন্নততর পারফরম্যান্স। একটি 650 সিসি প্যারালাল টুইন মোটরে ছুটবে। এর সাব-ফ্রেম এবং প্যাসেঞ্জার সিট Shotgun 650-এর থেকে নেওয়া।

Royal Enfield Goan Classic 350

Classic 350 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসতে চলেছে Goan Classic 350। এটি একটি স্ট্রিপ ডাউন, রেট্রো স্টাইলের ববার বাইক। এতে থাকতে পারে হোয়াইট ওয়াল টায়ার এবং ক্লাসিকের অন্যান্য ফিচার্স।

Royal Enfield Scram 440

অফ-রোডিং পছন্দ করেন এমন ক্রেতাদের জন্য Scram 440 মোটরসাইকেল আনছে রয়্যাল এনফিল্ড। শক্তির উৎস হিসেবে রয়েছে একটি 440 সিসি এয়ার/ওয়েল-কুল্ড ইঞ্জিন। তবে Himalayan 450-এর থেকে কম আউটপুট উৎপন্ন হবে।

Royal Enfield Guerrilla 450

Himalayan 450-এর মতো আসন্ন Royal Enfield Guerrilla 450-এও থাকছে 452 সিসি ইঞ্জিন। সম্প্রতি ভারতের রাস্তায় টেস্টিং চলাকালীন বাইকটির দর্শন পাওয়া গিয়েছে। Hunter 350-এর সাথে স্টাইলিংয়ের দিক থেকে মিল রয়েছে এই বাইকের। লঞ্চের পর এটি Triumph Speed 400-এর সাথে টক্কর চালাবে।

Royal Enfield Interceptor Bear 650

Interceptor Bear 650 হতে চলেছে সংস্থার প্রথম 650 সিসি ইঞ্জিনের অফ-রোড বাইক। এতে টুইন এগজস্ট সেটআপের পরিবর্তে দেওয়া হবে টু ইন্টু ওয়ান সিস্টেম। লঞ্চের পর এই বাইকটির সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব।

সঙ্গে থাকুন ➥