Tata-র বৈদ্যুতিক গাড়ির সুনাম দেশজুড়ে, এবার হাতে এল ৫০০০টি EV-র অর্ডার

Avatar

Updated on:

Tata Motors Bags Order XPRES T EV

টাটা মোটরস (Tata Motors)-এর ঝুলিতে বছরের শেষে বড় বরাত এল। তাও কোনও ছোটখাট অর্ডার নয়, একেবারে ৫,০০০টি XPRES-T EV সরবরাহের বরাত। এভারেস্ট ফ্লিট প্রাইভেট লিমিটেড (Everest Fleet Pvt. Ltd)-কে এই গাড়িগুলি ডেলিভারি দেবে টাটা। এই মর্মে সম্প্রতি দুই সংস্থা জোটবদ্ধ হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে মুম্বইয়ের সংস্থাটিককে ওই গাড়ির ১০০ ইউনিটের চাবি হস্তান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে টাটা ফ্লিট অপারেটরদের জন্য তাদের XPRES ব্র্যান্ড লঞ্চ করেছিল। আর সেই ব্র্যান্ডের প্রথম মডেল হল XPRES T EV। এই অর্ডারের বিষয়ে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেলের উচ্চ পদস্থ আধিকারিক রমেশ দরাইরাজন বলেন, “এই জোটের মাধ্যমে আমরা ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে সফলতা অর্জন করবো।”

স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে, এক্সপ্রেস-টি ইলেকট্রিক সেডান ইভি দু’ধরনের রেঞ্জের বিকল্পে বেছে নেওয়া যায় – ২১৩ কিলোমিটার ও ১৬৫ কিলোমিটার। মডেল দুটিতে রয়েছে যথাক্রমে ১৬.৫ কিলোওয়াট আওয়ার এবং ২১.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। একটি ১৫ অ্যাম্পিয়ার প্লাগ-পয়েন্টে ব্যাটারি দুটি ০-৮০% সম্পূর্ণ চার্জ হতে যথাক্রমে ৯০ মিনিট ও ১১০ মিনিট সময় নেয়।

দু’ধরনের ভ্যারিয়েন্টে উপলব্ধ Tata XPRES-T EV-এর ফিচারের তালিকায় রয়েছে জিরো টেইল পাইপ এমিশন, সিঙ্গেল স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং ডুয়েল এয়ারব্যাগ। সুরক্ষা জনিত ফিচারের তালিকায় উপস্থিত ইবিডি সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। উল্লেখ্য, এই গাড়িটি ইতিমধ্যেই ব্লু স্মার্ট মোবিলিটি ও আর্বান লিথিয়ামকে বিক্রি করেছে টাটা।

সঙ্গে থাকুন ➥