Tata Stryder: ম্যাগনেশিয়ামের তৈরি দেশের প্রথম সাইকেল লঞ্চ করল টাটা, দাম-বিশেষত্ব শুনলে কিনতে ছুটবেন

Avatar

Published on:

Tata Stryder Contino Galactic Cycle Launched in India

স্টাইলিশ সাইকেলের অনুরাগীর সংখ্যা আগের থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কসরতহীন উপায়ে সমান অথবা দুর্গম পথ যাত্রার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। আবার কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফিট রাখতে চাইলেও এই জাতীয় দ্বিচক্রযান সঙ্গ দেয়। তাই দেশের বাজারে এমন মডেলের সম্ভার হুড়মুড়িয়ে বাড়ছে। এবারে টাটা ইন্টারন্যাশনাল (Tata International)-এর সাইকেল তৈরির শাখা স্ট্রাইডার সাইকেলস (Stryder Cycles) তাদের Contino রেঞ্জের একাধিক মডেল লঞ্চ করল। এর আটটি নতুন মডেল মাল্টি-স্পিড অপশনে বেছে নেওয়া যাবে। যেমন – ফ্যাট বাইক, মাউন্টেন বাইক, BMX বাইক এবং হাই-পারফরম্যান্স সিটি বাইক। সেগুলির মধ্যে সবচেয়ে বড় চমক ম্যাগনেশিয়াম ধাতু দিতে তৈরি ভারতের প্রথম বাইসাইকেল।

Tata Stryder Contino Galactic 27.5T দেশের প্রথম ম্যাগনেসিয়াম বাইসাইকেল। এই সাইকেলের বিশেষত্ব হলো ম্যাগনেসিয়াম ফ্রেম দিয়ে তৈরি হওয়ার কারণে প্রথাগত অ্যালুমিনিয়াম ফ্রেমের তুলনায় হালকা ও শক্তিশালী। ফলে অফ রোড রাইডিং এর ক্ষেত্রে আরও বেশি সাবলীলতা দেখাতে পারে এই বাইসাইকেল। আবার কম্পনের প্রভাব কমাতেও সক্ষম এটি।

ভারতে Contino Galactic 27.5T-এর দাম ২৭,৮৯৬ টাকা ধার্য করা হয়েছে। এতে রয়েছে বিভিন্ন ফিচার। যথা – ডুয়েল ডিস্ক ব্রেক, মসৃণ রাইডিংয়ের জন্য ফ্রন্ট ও রিয়ার ডিরেইলার, লক-ইন/লক-আউট টেকনোলজি সহ ফ্রন্ট সাসপেনশন ফর্ক, বিভিন্ন দুর্গম রাস্তায় চলার জন্য ২১ ধরনের স্পিড। এই মডেলটি এখন দেশের সমস্ত স্ট্রাইডার সাইকেলস-এর রিটেইলার থেকে কেনা যাবে। আবার ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এও উপলব্ধ হয়েছে এটি।

নতুন বাইসাইকেল লাঞ্চের প্রসঙ্গে স্ট্রাইডার সাইকেলস-এর ব্যবসায়িক প্রধান রাহুল গুপ্তা এক বিবৃতিতে জানিয়েছেন, “এই বাইসাইকেলগুলি অনভিজ্ঞ থেকে অভিজ্ঞ, সকল সাইক্লিস্টের প্রয়োজন মেটাতে ডিজাইন করা হয়েছে।” প্রসঙ্গত, Contino রেঞ্জে বিভিন্ন রঙ এবং আকারের বিকল্প বর্তমান। যার দাম ১৯,৫২৬ টাকা (Nortec মডেল) থেকে শুরু।

সঙ্গে থাকুন ➥