Top 10 SUV: মারুতিকে টেক্কা দিয়ে শেষ হাসি টাটার, এখন দেশের এক নম্বর SUV হল নেক্সন

Avatar

Published on:

Top 10 best selling SUVs in October 2023 Scorpio beats creta

রাজা ফিরে পেল তার হারানো সাম্রাজ্য। সেপ্টেম্বরে টাটা নেক্সনের বিক্রিতে ধস নামলেও, ফেসলিফ্ট ভার্সনের সৌজন্যে অক্টোবরে বেস্ট সেলিং SUV গাড়ির তালিকায় ফের উঠে এল শীর্ষস্থানে। উৎসবের মরসুমে এমনিতেই স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের চাহিদা বেশি থাকে কিন্তু এ বছর যেন বিগত ক’বছরের রেকর্ড ভাঙল। চলুন দেখে নেওয়া যাক গত মাসে ভারতের সর্বাধিক বিক্রিত এসইউভি কোনগুলি।

দীর্ঘদিন বাদে হারানো জমি ফিরে পেয়েছে Nexon। নয়া ভার্সন লঞ্চের কারণে গত মাসে টাটার এই গাড়ির ১৬,৮৮৭ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে এক বছর আগে একই সময়ে বিক্রি হয়েছিল ১৩,৭৬৭টি। লিস্টে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে Maruti Suzuki Brezza। গত মাসে গাড়িটির ১৬,০৫০টি মডেল বিক্রি হয়েছে।

তৃতীয় স্থান দখল করেছে টাটার আরও একটি গাড়ি Punch। যার ১৫,৩১৭ ইউনিট অক্টোবরে বিক্রি হয়েছে। চতুর্থ স্থানের দখলদার Mahindra Scorpio। বিক্রি হয়েছে ১৩,৫৭৮টি। Hyundai Creta-র স্থান পাঁচ নম্বরে। গত মাসে গাড়িটির ১৩,০৭৭ ইউনিট বিক্রি হয়েছে।

আগের মাসে ১২,৩৬২ ইউনিট বেচাকেনার ফলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে Kia Seltos-এর নাম। পরবর্তী স্থানে বিরাজমান Hyundai Venue। অক্টোবর ২০২৩-এ গাড়িটির মোট ১১,৫৮১ ইউনিট বিক্রি হয়েছে। Maruti Suzuki Fronx আগের মাসে ১১,৩৫৭ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Maruti Suzuki Grand Vitara (১০,৮৩৪ ইউনিট) ও Mahindra Bolero (৯,৬৪৭ ইউনিট)।

সঙ্গে থাকুন ➥