HomeAutomobileBest Selling Bikes: বিক্রি হচ্ছে লাখে লাখে, বাজার কাঁপাচ্ছে ভারতের এই 5 বাইক

Best Selling Bikes: বিক্রি হচ্ছে লাখে লাখে, বাজার কাঁপাচ্ছে ভারতের এই 5 বাইক

ভারতের বাইক মার্কেট সরগরম করে রাখে Hero, TVS Honda, Bajaj-এর মতো সংস্থারা। বাকিরা কোনদিনই তাদের ধারেকাছে ঘেঁষার সাহসটুকুও দেখাতে পারেনি। দেশের দু’চাকা গাড়ির বাজারে দিনকে দিন চাহিদা বেড়েই চলেছে। পেট্রল চালিত বাইক ও স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক টু হুইলারের বিক্রি বাড়ছে লাফিয়ে। আজকের প্রতিবেদন এপ্রিলে ভারতের বেস্ট সেলিং বাইকগুলি ঘিরে। চলুন গত মাসে বিক্রি নিরিখে প্রথম পাঁচে থাকা মোটরসাইকেল কোনগুলি, দেখে নেওয়া যাক।

Hero Splendor Plus

বরাবরের মতো গত মাসেও ভারতের মোটরসাইকেলের বাজারে Hero Splendor Plus-কে নেতৃত্ব দিতে দেখা গেছে। এপ্রিলে এই বাইকের মোট ৩,২০,৯৫৯ মডেল বিক্রি হয়েছে। গত বছর এপ্রিলে যা ছিল ২,৬৫,২২৫ ইউনিট, ফলে চাহিদা বেড়েছে ২১.০১%।

Bajaj Pulsar

গত মাসে Pulsar সিরিজের ১,৪৪,৮০৯টি বাইক বিক্রি করতে পেরেছে বাজাজ। যে কারণে বাইকটি তালিকায় দ্বিতীয় স্থানে বিরাজমান। যেখানে আগের বছর এপ্রিলে বিক্রির অঙ্ক ছিল ১,১৫,৩৭১ ইউনিট। সেই তুলনায় গত মাসে চাহিদা বেড়েছে ২৫.৫২%।

Honda Shine

Honda Shine আজও ক্রেতাদের আকৃষ্ট করার প্রক্রিয়া জারি রেখেছে। ১,৪২,৭৫১ ইউনিট বিক্রির মাধ্যমে এই বাইক লিস্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। যেখানে ২০২৩ সালের এপ্রিলে ৮৯,২৬১ ইউনিট সেল হয়েছিল। সেই তুলনায় গত মাসের বিক্রিবাটায় ৫৯.৯৩ শতাংশ অগ্রগতি ঘটেছে।

Hero HF Deluxe

তালিকার চতুর্থ স্থানে রয়েছে হিরোর আরও একটি মোটরসাইকেল HF Deluxe। গত মাসে মোট ৯৭,০৪৮ ক্রেতার হাতে মোটরসাইকেলটির চাবি তুলে দিতে পেরেছে সংস্থা। ১০০ সিসির বাইকটির বিক্রি এক বছর আগের (৭৮,৭০০ ইউনিট) তুলনায় ২৩.৩১% বৃদ্ধি পেয়েছে।

TVS Raider

১২৫ সিসি সেগমেন্টের অন্যতম ফিচার সমৃদ্ধ বাইক হচ্ছে TVS Raider। এটি কিনতে খরচ পড়ে ৯৭,০১৯ টাকা (এক্স-শোরুম)। গত মাসে এই বাইক ৫১,০৯৮ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বাইকটির ৩১,৪৯১টি মডেল বিক্রি হয়েছিল।

RELATED ARTICLES

আরও পড়ুন