হেডলাইন ভুল নয়! তেল না খেয়েই একটানা 700 কিমি দৌড়বে এমন গাড়ি নিয়ে হাজির জার্মান সংস্থা

Avatar

Published on:

Volkswagen ID.7 Range

এবছর তীব্র দাবদাহের কারণ হিসেবে পরিবেশবিদগণ মাত্রাতিরিক্ত দূষণকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া যার অন্যতম দায়ী। জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়া স্তব্ধ করতে তাই বিকল্প জ্বালানির যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে সায় দিয়েছেন বিশেষজ্ঞরা। যেকারণে আজকাল বৈদ্যুতিক গাড়ির প্রতি পরিবেশ সচেতন ক্রেতাদের নজর পড়েছে। যত দিন যাচ্ছে এর চাহিদা ততই বাড়তে দেখা যাচ্ছে। সমগ্র বিশ্বেই এই চিত্রটি প্রায় একই। সে কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা ক্রেতাদের মনের সাধ পূরণ করতে হরেক ডিজাইন এবং ফিচারে মুড়িয়ে নতুন মডেল লঞ্চ করছে। এবারে যেমন ফোক্সভাগেন (Volkswagen) আন্তর্জাতিক বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ID.7-এর উপর থেকে পর্দা সরালো। কেমন চমক দেওয়া হয়েছে গাড়িটিতে, আসুন জেনে নেওয়া যাক।

Volkswagen ID.7 ব্যাটারি, মোটর ও রেঞ্জ

Volkswagen ID.7 দুটি ট্রিমে উপলব্ধ হয়েছে – Pro ও Pro S। প্রথমটিতে দেওয়া হয়েছে একটি ৭৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং একটি ৬১৫ কিলোমিটার রেঞ্জ প্রধানকারী WLTP ব্যাটারি। এবং দ্বিতীয় মডেলটিতে ৮৬ কিলোওয়াট আওয়ার ক্ষমতার বৃহত্তর ব্যাটারি প্যাক উপস্থিত। যা থেকে ৭০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি সংস্থার।

এই দুই মডেলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বলতে ব্যাটারি প্যাক এবং রেঞ্জের। ID.7-এর Pro S মডেলটির সাথে একটি ২০০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার থাকছে। এর উভয় মডেলের আউটপুট সমান – ২৮২ বিএইচপি।

Volkswagen ID.7 : আকার ও ফিচার্স

Volkswagen ID.7-এর দৈর্ঘ্য এবং হুইলবেস যথাক্রমে ৪,৯৬১ মিমি ও ২,৯৬৬ মিমি। এর ফিচারের তালিকায় উপস্থিত স্লিক হেডলাইট, বাম্পারের উভয়দিকে বাতাস নির্গমনের ব্যবস্থা, একটি ডমিনেন্ট শোল্ডার লাইন – যা গাড়িটির স্পোর্টি লুক দিয়ে দিতে সাহায্য করেছে। আবার এতে রয়েছে বৃহৎ অ্যালয় হুইল। এছাড়া রয়েছে হোস্ট ফিচার যুক্ত একটি বড় ১৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি প্যানোরামিক সানরুফ, মাসাজ ফাংশান সহ ১৪ ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল সিট, ভয়েস ফাংশন, ভয়েস অ্যাসিস্ট, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ও আরও অন্যান্য বৈশিষ্ট্য।

জার্মান সংস্থার Volkswagen ID.7 গাড়িটি সর্বপ্রথম ইউরোপের বাজারে হাজির করা হবে। পরবর্তীতে চীনের বাজারে বিক্রি করা হবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। যদিও গাড়িটির দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। চলতি বছরের শেষের দিকে এটি সর্বসমক্ষে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥