HomeBikeআর্থিক ঝিমুনিকে বুড়ো আঙুল দেখিয়ে 7,219 কোটি টাকা আয় করে রেকর্ড TVS...

আর্থিক ঝিমুনিকে বুড়ো আঙুল দেখিয়ে 7,219 কোটি টাকা আয় করে রেকর্ড TVS এর

ভারতীয় টু-হুইলার নির্মাতা টিভিএস মোটর (TVS Motor) চলতি আর্থিকবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুন-সেপ্টেম্বর) সর্বাধিক আয়ের কথা ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে উক্ত সময়কালে তারা ৭,২১৯ কোটি টাকা ইনকাম করেছে। তুলনাস্বরূপ, ২০২১-এর ওই সময়ে টিভিএস ৫,৬১৯ কোটি টাকা আয় করেছিল। ফলে আয় বৃদ্ধির হার ২৮ শতাংশ। আবার কর দেওয়ার আগে ২০২২-২৩ এর দ্বিতীয় ত্রৈমাসিকে ৫৪৯ কোটি টাকা লাভ হয়েছে। যা ২০২১-২২ এর সেকেন্ড কোয়ার্টারের তুলনায় ১৭২ কোটি বেশি।

টিভিএস তাদের ইলেকট্রিক স্কুটার iQube এবং সদ্য লঞ্চ হওয়া Ronin 225 উপর মোটা অর্থ বিনিয়োগ করেছিল। সংস্থা সূত্রে খবর, প্রথম ত্রৈমাসিকে প্রিমিয়াম মোটরসাইকেলের বিক্রি বৃদ্ধি পেলেও অপর্যাপ্ত সেমিকন্ডাক্টর চিপের কারণে এখনও পর্যন্ত সমস্ত চাহিদার সঠিক জোগান দেওয়া যাচ্ছে না।

তবে দ্বিতীয় ত্রৈমাসিকের প্রতি মাসে প্রিমিয়াম মোটরসাইকেলের বিক্রি বৃদ্ধি পেয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে চাহিদার জোগান দেওয়ার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে টিভিএস। আবার জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুই এবং তিন চাকার গাড়ির মোট রপ্তানি হয়েছে ১০.২৭ লক্ষ ইউনিট। আগের বছরে যার অঙ্ক ছিল ৯.১৭ লক্ষ। ফলে এই ক্ষেত্রে বৃদ্ধি ঘটেছে ১২ শতাংশ।

আবার এ বছর সেপ্টেম্বর পর্যন্ত টিভিএস মোট ১৮.৩৮ লক্ষ টু-হুইলার বিক্রি করেছে। আগের বছর ওই সময়ে যার সংখ্যা ছিল ১৪.৮৮ লক্ষ ইউনিট। বিক্রিবাটা বেড়েছে ২৩ শতাংশ। প্রসঙ্গত, Ronin 225 ছাড়া সংস্থাটি সম্প্রতি Apache RTR 160, Apache RTR 180, এবং টিএফটি স্ক্রিন সহ Raider 125-এর নতুন মডেল লঞ্চ করেছে।

RELATED ARTICLES

Most Popular