Maruti Suzuki Alto K10 নাকি WagonR? সস্তায় কোন গাড়ি আপনার জন্য উপযুক্ত

Avatar

Updated on:

Maruti Suzuki Alto K10 vs WagonR compared

দীর্ঘদিন পর সদ্য ভারতের বাজারে নয়া অবতারে লঞ্চ হয়েছে Maruti Suzuki Alto K10। হ্যাচব্যাক গাড়িটি হাজির করেই গ্রাহকদের কাছে এর হারানো জনপ্রিয়তা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। বাজারে গাড়িটির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম Renault Kwid। এদিকে সংস্থার লাইনআপে রয়েছে একই সেগমেন্টের Maruti Suzuki WagonR। এখন বিষয় হচ্ছে, কোন গাড়িটি কিনলে সবদিক থেকে লাভের মুখ দেখবেন আপনি? আপনার মনেও যদি এই প্রশ্ন ঘুরপাক খায় তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে Alto K10 ও WagonR-এর তুলনামূলক আলোচনা রইল।

Maruti Suzuki Alto K10 vs Maruti Suzuki WagonR দাম

এদেশে Alto K10 ছ’টি ট্রিমে বেছে নেওয়া যায়। যার দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এর টপ এন্ড ভ্যারিয়েন্টটির মূল্য ৫.৮৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে WagonR-এর বেস মডেলটির দাম অনেকটাই বেশি। যা ৫.৪৭ টাকা (এক্স-শোরুম)। এর ZXI Plus AMT DT মডেলটির মূল্য ৭.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Alto K10 vs Maruti Suzuki WagonR স্পেসিফিকেশন

Maruti Suzuki Alto K10 এটি ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে শক্তি সঞ্চয় করে। ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ৬৭ পিএস শক্তি এবং ৩,৫০০ আরপিএম গতিতে ৮৯ এনএম টর্ক উৎপন্ন হয়।

অন্যদিকে Maruti Suzuki WagonR পেট্রোল এবং পেট্রল-সিএনজি উভয় জ্বালানির বিকল্পে উপলব্ধ। এতে উপস্থিত একটি ১.২ লিটার ফোর সিলিন্ডারের শক্তিশালী ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৬,০০০ আরপিএম গতিতে ৮৮ পিএস শক্তি এবং ৪,৪০০ আরপিএম গতিতে ১১৩ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন।

সঙ্গে থাকুন ➥