Shah Rukh Khan: পাঠানের সাফল্যে 10 কোটি টাকার গাড়ি কিনলেন কিং খান, কী এমন ফিচার রয়েছে এতে

Avatar

Updated on:

Shah Rukh Khan Rolls-Royce Cullinan Black Badge worth Rs 10 crore

ভারতে একদিকে যেমন সস্তার গাড়ি বিক্রি হয়, পাশাপাশি রয়েছে বহুমূল্যের বিলাসবহুল সব মডেল। যার দাম শুনলে আমজনতার অনেকেরই ভিড়মি খাওয়ার জোগাড় হতে পারে। বলাই বাহুল্য যে এই জাতীয় স্টাইলিশ, লাক্সারি গাড়িগুলি সাধারণ কোনো তারকার গ্যারেজের শোভা বৃদ্ধিতেই কাজে আসে। তাও যদি হয় কিং খানের মতো রাশভারী তারকা, তবে তো কথাই নেই! এমনিতেও ‘বলিউড বাদশাহ’-এর বিলাসবহুল গাড়ি সংগ্রহের অদম্য নেশা রয়েছে। এবারে তাঁর গ্যারেজে পা রাখলো আরও এক ‘রূপসী’ গাড়ি।

শাহরুখ খান এবারে বাড়ি নিয়ে এলেন একটি Rolls-Royce Cullinan Black Badge SUV। যার দাম তাজ্জব হওয়ার মতোই, ১০ কোটি টাকারও বেশি। গাড়িটি হল Cullinan-এর স্পেশাল এডিশন মডেল। আসলে সম্প্রতি খান অভিনীত বলিউড মুভি ‘পাঠান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। আর তার কদিনের মধ্যেই খানের বিলাসবহুল গাড়ি কেনার খবর সামনে এলো। যদিও শাহরুখের সংগ্রহে BMW, Audi, Mercedes-Benz-এর মতো হরেক নামিদামী সংস্থার গাড়ি রয়েছে। এবারে তাঁর গ্যারেজে শোভা বাড়াতে হাজির হল নয়া মডেলটি। আসুন গাড়িটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Rolls-Royce Cullinan Black Badge : কেন এত দাম

ব্র্যান্ড নিউ Rolls-Royce Cullinan Black Badge হল আদতে Cullinan-এর স্পেশাল এডিশন। গাড়িটির স্ট্যান্ডার্ড মডেলের দাম ৮.২০ কোটি টাকা (এক্স-শোরুম)। Black Badge Cullinan হল ভারতে বিক্রিত সর্বাধিক মূল্যের এসইউভি মডেল। এতে রয়েছে অসংখ্য পারসোনালাইজেশন অপশন। অর্থাৎ অতিরিক্ত অর্থের বিনিময়ে নিজের মনের মতো করে সাজিয়ে নেওয়ার বিকল্প রয়েছে এতে। যার কারণে বাদশাহর গাড়ির মূল্য ১০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে।

Rolls-Royce Cullinan Black Badge : ডিজাইন

সম্প্রতি মুম্বাইয়ে রাতের রাস্তায় কিং খানকে তাঁর বহুমূল্যের অতি সাধের দুধ সাদা Rolls Royce Cullinan Black Badge চালানোর দর্শন পাওয়া গেছে। আল্ট্রা-লাক্সারি এসইউভি গাড়িটি আর্কটিক হোয়াইট পেইন্ট স্কিম দ্বারা শোভিত। কেবিনেও মিল রেখে কোবাল্ট ব্লু অ্যাকসেন্ট সহ হোয়াইট লেদার দেওয়া হয়েছে। গাড়িটিতে উপস্থিত সিগনেচার ‘০৫৫৫’ নম্বর প্লেট।

Rolls-Royce Cullinan Black Badge : স্পেসিফিকেশন

Rolls-Royce Cullinan Black Badge-এ উপস্থিত একটি অতি শক্তিশালী ৬.৭৫ লিটারের টুইন-টার্বোচার্জড V12 পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৬০০ বিএইচপি শক্তি এবং ৯০০ এনএম টর্ক উৎপন্ন হবে। তুলনাস্বরূপ স্ট্যান্ডার্ড কুলিনান-এর আউটপুট ৫৭১ বিএইচপি শক্তি এবং ৮৫০ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং অল হুইল ড্রাইভ সিস্টেম। Rolls-Royce-এর দাবি গাড়িটিতে সম্পূর্ণ নতুন অরাল সিগনেচার এগজস্ট সিস্টেম দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥