Ather Energy আরও পাওয়ারফুল ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পথে, স্পেসিফিকেশন ফাঁস হল

Avatar

Updated on:

Ather Energy may launch 450X Gen 4 Electric Scooter soon

বেঙ্গালুরুর ইভি স্টার্টআপ Ather Energy তাদের 450X ইলেকট্রিক স্কুটারের তৃতীয় প্রজন্মের মডেল লঞ্চ করেছে গত জুলাই মাসে‌। এদিকে সংস্থার তরফে কিছু না বলা হলেও, নিউ জেনারেশন 450X এর উপরে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছে। প্রিমিয়াম ই-স্কুটারটি নতুন চ্যাসিস এবং আরও পাওয়ার নিয়ে আসবে বলেই ধারণা। দিল্লির পরিবহন দপ্তরে সংস্থার দাখিল করা একটি নথি থেকে এই বিষয়ে জানা গিয়েছে।

আগের বারের মতো আপকামিং মডেলটি দুই ভ্যারিয়েন্টে আসবে – ‘Plus’ এবং আরও উন্নত স্পেসিফিকেশনযুক্ত ‘X’‌। নথি বলছে, ফোর্থ জেনারেশন Ather 450X এর ব্যাটারিতে কিছু অদলবদল করার ফলে এখন আরও ভারী হয়েছে সেটি। ব্যাটারির ক্যাপাসিটি ৩.৬৬ কিলোওয়াট থাকলেও ওজন বেড়ে ২২ কিলোগ্রামে দাঁড়িয়েছে। এই ব্যাটারি প্যাকে নতুন কেসিং এবং কুলিং সিস্টেম থাকার ফলে আগের থেকে ভারী হয়েছে বলে অনুমান।

নতুন Gen 4 মডেলের ওয়ার্প মোডে ৮.৫ অশ্বশক্তি (৬.৪ কিলোওয়াট) উৎপন্ন করতে পারবে। যেখানে বর্তমান প্রজন্মের Gen 3 স্কুটার ওই মোডে ৬.২ কিলোওয়াট শক্তি উপলব্ধ। এছাড়া স্পোর্ট, রাইড, স্মার্ট ইকো, এবং ইকো মোডে পাওয়ার আউটপুট পাওয়া যাবে যথাক্রমে ৫.৮ কিলোওয়াট, ৩.২ কিলোওয়াট, ২.৩ কিলোওয়াট, এবং ১.৯ কিলোওয়াট। এটিকে ডকুমেন্টে “সেটিং ১’ বলে উল্লেখ করা হয়েছে। এটি খুব সম্ভবত এথারের আসন্ন বৈদ্যুতিক স্কুটারের এক্স ভ্যারিয়েন্ট।

অন্যদিকে, “সেটিং ২’ বলে আরেকটি মডেলের কথা উল্লেখ আছে। যা প্লাস মডেল হওয়ার দিকে ইঙ্গিত করছে। আর রেঞ্জ উভয় মডেলের যথাক্রমে ১৪৬ কিলোমিটার ও ১০৮ কিলোমিটার বলে লিখিত। স্কুটারটি আকার ও আয়তনেও একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে। যেমন Gen 3 এর তুলনায় Gen 4 মডেল ৫ মিমি চওড়া, ১১ মিমি লম্বা, এবং ১৩৬ মিমি নীচু হবে। Ather 450X Gen 4 কবে লঞ্চ হতে পারে, সে বিষয়ে এখনও অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নি।

সঙ্গে থাকুন ➥