পশ্চিমবঙ্গে তৈরি ইলেকট্রিক গাড়ি বিদেশে বিক্রি করবে Hindustan Motors

Avatar

Updated on:

Hindustan Motors sell Electric Vehicles in Foreign Countries

অ্যাম্বাসেডর তৈরি করে ভারতের বাজারে একসময় সকলের চোখের মণি হয়ে উঠেছিল হিন্দুস্তান মোটরস (Hindustan Motors)। এবারে সংস্থাটি বৈদ্যুতিক গাড়ি তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। হুগলীর উত্তরপাড়ার কারখানায় সেগুলি উৎপাদনের পরিকল্পনা করছে হিন্দুস্তান মোটরস। শুধু তাই নয়, এদেশ পেরিয়ে বিদেশের বাজারেও ব্যবসা করার চিন্তা-ভাবনা করছে তারা। এই মর্মে মৌ-সাক্ষর করছে ভারতের প্রথম মোটরগাড়ি নির্মাতাটি।

ভারতে তৈরি গাড়ি বিদেশের বাজারেও রপ্তানির পাশাপাশি পরবর্তীতে যন্ত্রাংশ জুড়ে বিদেশের বাজারে গাড়ি তৈরি করার পথ খোলা রাখতে চায় হিন্দুস্তান মোটরস। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় সংস্থাটি জানিয়েছে, তারা দেশের সীমানার বাইরে বৈদ্যুতিক যানবহন বিক্রির পরিকল্পনার লক্ষ্যে সহযোগিতার পথ খোলা রাখছে।

যদিও কোন সংস্থার সঙ্গে মৌ-স্বাক্ষর সম্পন্ন হয়েছে, সে বিষয়ে সবটা খোলসা করেনি হিন্দুস্তান মোটরস। তবে খবর ছড়িয়ে পড়তেই বুধবার সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৯ শতাংশ বেড়ে ১৮.৪০ টাকায় পৌঁছয়। সূত্রের দাবি, খুব শীঘ্রই বৈদ্যুতিক গাড়ি তৈরি এবং বিদেশের বাজারে রপ্তানির প্রসঙ্গে সবটা বিস্তারিতভাবে জানাবে সংস্থা।

প্রসঙ্গত, হিন্দুস্তান মোটরস ভারতে প্রথম মোটরগাড়ি নির্মাতা। এর আগে তারা ইউরোপের একটি গাড়ি কোম্পানির সাথে মৌ সাক্ষরে আবদ্ধ হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল বৈদ্যুতিক গাড়ি উৎপাদন। প্রাথমিক পর্যায়ে টু-হুইলার লঞ্চের পরিকল্পনা রয়েছে সংস্থার। যদিও পরবর্তীতে চার চাকার দুনিয়ায় পা রাখবে বলেই খবর। ভারতে কারখানাটির মালিকানা গ্রহণ করেছে ফ্রেঞ্চ অটো সংস্থা পিয়োজো।

সঙ্গে থাকুন ➥