Electric Car: দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হবে 16 নভেম্বর, এক চার্জে চলবে 200 কিমি

Avatar

Updated on:

PMVS Micro Electric Car EAS E launch date november

একসময় ভারতে সবচেয়ে ছোখ আকারের যাত্রী গাড়ি হিসেবে Tata Nano সাড়া ফেলে দিয়েছিল। সে সময় এর দাম ছিল ১ লক্ষ টাকার কাছাকাছি। এবারে তেমনই একটি গাড়ি এনে সকল দেশবাসীকে তাক লাগিয়ে দিতে চলেছে ভারতের মুম্বাইয়ের স্টার্টআপ পিএমভি ইলেকট্রিক (PMV Electric)। এটি একটি হাই-টেক মাইক্রো ইলেকট্রিক কার। যার নাম Eas-E আগামী ১৬ নভেম্বর গাড়িটির উপর থেকে পর্দা সরাতে চলেছে পিএমভি। কিউটনেস এবং ছোট আকৃতির দিক থেকে এটি ন্যানোকেও হার মানাবে। বলা হচ্ছে, এটি দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি।

PMV Eas-E-এর আসন সংখ্যা দুই। বেশ কয়েক বছর ধরে এর নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছে পিএমভি। এখনো এটি প্রোটোটাইপ স্টেজে রয়েছে। গাড়িটির গণ উৎপাদন শুরু করতে আরও কিছু সময় নেবে সংস্থা। মূল আকর্ষণের বিষয় হল পুচকে গাড়িটির এক্স-শোরুম মূল্য ৪ লক্ষ টাকার কাছাকাছি রাখা হবে।

Eas-E-এর স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, এতে রয়েছে একটি ১০ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। যার আউটপুট ২০ বিএইচপি। তবে এর টর্ক কত তা জানানো হয়নি। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার। PMV Eas-E-এর বিষয়ে সংস্থার বক্তব্য, এটি তিনটি ভ্যারিয়েন্টে আনা হবে। মডেল অনুযায়ী এদের রেঞ্জ ১২০ থেকে ২০০ কিমির মধ্যেই থাকবে।

দাবি করা হয়েছে, একটি তিন কিলোওয়াট এসি চার্জার দিয়ে এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে ৪ ঘন্টার কম সময় লাগবে। মাইক্রো ইলেকট্রিক গাড়িটির দৈর্ঘ্য ২,৯১৫ মিমি, প্রস্থ ১,১৫৭ মিমি এবং উচ্চতা ১,৬০০ মিমি। এর হুইলবেস ২,০৮৭ মিমি। ফিচারের মধ্যে PMV Eas-E-তে উপস্থিত একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট, এয়ার কন্ডিশনিং, ক্রুজ কন্ট্রোল, রিয়ার পার্কিং ক্যামেরা ইত্যাদি।

গাড়িটি প্রসঙ্গে পিএমভি ইলেক্ট্রিকের প্রতিষ্ঠাতা কল্পিত প্যাটেল বলেন, “এই প্রোডাক্টের উন্মোচনের ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। যেহেতু একটি ভারতীয় কোম্পানির দ্বারা বিশ্বমানের পণ্য তৈরি হয়েছে, তাই এটি কোম্পানির জন্য একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। আমরা দেশের বিদ্যুতায়নের বিষয়ে খেয়াল রাখব। একটি নতুন সেগমেন্ট আনতে চলেছি যার নাম পার্সোনাল মোবিলিটি ভেহিকেল বা পিএমভি। যা নিত্য দিনের ব্যবহারের উপযোগী।”

সঙ্গে থাকুন ➥