Stella Moto দেশীয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক স্কুটার নিয়ে ভারতে হাজির, দাম-ফিচার্স থেকে সমস্ত তথ্য রইল

Avatar

Updated on:

Stella Moto Buzz Electric Scooter Launched in India

দীর্ঘ টালবাহারার পর RTO থেকে ছাড়পত্র হাতে পেতেই বাজারে এসে গেল স্টিলা মোটো (Stella Moto) এর তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার বাজ (Buzz)। জাইদকা গোষ্ঠীর (Jaidka Group) অধীনস্থ এই সংস্থা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্কুটারটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে ৯৫,০০০ টাকা। গ্রে, ম্যাট ব্লু, রেড এবং ব্রাউন এই চারটি রঙে মিলবে এটি। ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন গ্রাহকরা।

আসলে অটোমোবাইল সংক্রান্ত ব্যবসায় দীর্ঘ ৮০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাইদকা গোষ্ঠীকে শুরু থেকেই পাশে পেয়েছে স্টিলা মোটো, তাই সে কারণেই বাজ হয়ে উঠেছে অনবদ্য একটি বৈদ্যুতিক স্কুটার। এর ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে একদম সামনে রয়েছে হ্যান্ডেল বারের উপর অবস্থিত হেডলাইট সেটআপ। তার খানিকটা নিচেই দেখা মিলবে ইন্ডিকেটরের। এছাড়াও সামনের দিকে ব্রেক ও টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে।

ব্যবহারিক সুবিধা প্রদানের জন্য এই ব্যাটারি চালিত স্কুটারে প্রশস্ত ফুটবোর্ড এবং একটানা লম্বা সিট লাগানো রয়েছে। এই ফুটবোর্ডটি দুপাশে বর্ধিত হয়ে পিলিয়নের ফুট রেস্ট এর কাজ করে। স্কুটারটির একটি সংস্করণে পিলিয়নের জন্য ব্যাকরেস্ট দেওয়া হলেও অন্য সংস্করণে তার পরিবর্তে গ্রাব রেল বিদ্যমান।

বাজ-এ রয়েছে একগুচ্ছ অত্যাধুনিক বৈশিষ্ট্যাবলী। এতে টিউবলেস টায়ার ও ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় আপনি চিন্তাহীন ভাবে যে কোনো রাস্তায় চলাচল করতে পারবেন। এছাড়াও স্কুটারটিতে ক্রুজ কন্ট্রোল, ডিজিটাল স্পিডোমিটার, সেন্ট্রাল লকিং, ইউএসবি চার্জিং এবং অ্যান্টি থেফ্ট সিস্টেমের মতো প্রযুক্তি মিলবে। এর পাশাপাশি বাজ স্কুটারটিতে রয়েছে প্রশস্ত বুট স্পেস। এর ফুটবোর্ডে সর্বোচ্চ ১৫০ কেজি সরঞ্জাম বহন করা সম্ভব। তাই লাস্ট মাইল ডেলিভারির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বাজ।

স্কুটারটিতে শক্তি ভান্ডার হিসাবে রয়েছে ২.১৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। ভারতীয় উপমহাদেশের জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এখানে লিথিয়াম ফেরো ফসফেট (LFP) ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারিতে ৪টি তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সেন্সর লাগানো রয়েছে যা অত্যাধিক তাপমাত্রায় স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়। উপরন্তু স্টিলা মোটোর তৈরি এই বৈদ্যুতিক স্কুটারে মাইক্রোপ্রসেসরের উপর নির্ভরশীল স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের (BMS) মতো সেফটি ফিচার্স উপলব্ধ রয়েছে।

তাছাড়াও এই স্কুটারের অলিন্দে রয়েছে ২ কিলোওয়াট এর BLDC ইলেকট্রিক মোটর। এই মোটরের সাহায্যে সর্বাধিক ৫৫ কিমি/ঘণ্টা গতিবেগে চলা সম্ভব। সংস্থার দাবি চার্জে পরিপুষ্ট অবস্থায় বাজ ৯০ কিমি রাস্তা পাড়ি দিতে সক্ষম হবে।

সঙ্গে থাকুন ➥