পুরনো টু-হুইলার বদলে নিন নতুন ইলেকট্রিক বাইক দিয়ে, দারুণ উদ্যোগ দেশীয় সংস্থার

Avatar

Updated on:

Tork Motors Introduces Exchange Offer

জীবাশ্ম জ্বালানির যানবাহনের ক্ষেত্রে অনেক সময়ই পুরনো মডেল এক্সচেঞ্জ করে নতুন টু-হুইলার বাড়ি নিয়ে আসার অফারের খবর শোনা যায়। কিন্তু বৈদ্যুতিক বাইক ও স্কুটারের ক্ষেত্রে এই চল এখনও তেমন একটা আসেনি। তবে এবারে দেশীয় সংস্থা টর্ক মোটরস (Tork Motors) তেমনটাই করে দেখালো। সম্প্রতি তারা অনলাইনে হাতফেরতা টু-হুইলার বিক্রয়কারী সংস্থা ক্রেডআর (CredR)-এর সাথে গাঁটছড়া বেঁধে এক্সচেঞ্জ অফার আনতে চলেছে। সংস্থাদ্বয়ের এই জোটের ফলে যে কোনো টু-হুইলার বদলে Kratos ইলেকট্রিক মোটরসাইকেল কেনা যাবে।

এদিকে ক্রেডআর প্রতিশ্রুতি দিয়েছে যে টু-হুইলার এক্সচেঞ্জের ক্ষেত্রে তারা স্বচ্ছতা, সততা এবং নির্ভুলতা বজায় রাখবে। এই প্রসঙ্গে টর্ক মোটরসের প্রতিষ্ঠাতা এবং সিইও কপিল শেলকে বলেন, “এটি কেবলমাত্র টর্ক মোটরসের ক্রেতাদের ইলেকট্রিক মোটরসাইকেল Kratos কেনার স্বপ্ন পূরণের জন্য আনা হয়েছে। আরামদায়ক রাইডিংয়ের সাথে পরিবেশবান্ধব বাহনটি যাতে সহজে বাড়ি নিয়ে আসা যায় তাই এই জোট।”

অন্যদিকে ক্রেডআর-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও শশীধর নন্দীগাম বলেন, “সমগ্র গাড়ি শিল্পে মোটরসাইকেল সেগমেন্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আবার যেখানে ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা বাড়ছে, সেই পরিস্থিতিতে দেশের সেরা বৈদ্যুতিক টু-হুইলার যাতে মানুষ সহজে কিনতে পারেন, তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”

ক্রেডআর ভারতে তাদের ১২০-র বেশি চেক পয়েন্ট থেকে টু-হুইলারের এক্সচেঞ্জ প্রক্রিয়া চালাবে। পুরনো মডেলটির দাম নতুন ক্র্যাটোস-এর মূল্য থেকে বাদ যাবে। প্রসঙ্গত, ইলেকট্রিক বাইকটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Standard এবং Kratos R। এর দাম ১.২২ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৩৭ লক্ষ টাকা পর্যন্ত। তবে এই এক্সচেঞ্জ প্রোগ্রামটি কেবলমাত্র মহারাষ্ট্রের পুণে এবং বেঙ্গালুরুতেই উপলব্ধ। বর্তমানে বেঙ্গালুরু, পুণে এবং মুম্বাইয়ে মোটরসাইকেলটি ডেলিভারি দেওয়া হচ্ছে।

সঙ্গে থাকুন ➥