১০ হাজার টাকার কমে Redmi, Samsung, Realme-র বড়ো ডিসপ্লের ফোনগুলি দেখে নিন

Amazon Great Freedom Festival Sale: বাজেট ১০,০০০ টাকার কম, কিন্তু চাই অত্যাধুনিক ফিচার? একটি নয়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে এটাই যদি আপনার প্রাথমিক শর্ত হয়, তাহলে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এর অফিসিয়াল ওয়েবসাইটে এক্ষুনি ঢুঁ মারুন। কারণ, অ্যামাজন তাদের Great Freedom Festival সেলে বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলিকে ৪০% পর্যন্ত ডিসকাউন্টের সাথে বিক্রি করছে। ফলে আপনি এই সেলে Redmi, Realme, Samsang, Tecno ব্র্যান্ডের হ্যান্ডসেট অনেক সস্তায় পেয়ে যাবেন। আবার এই ফোনগুলিতে রয়েছে বড়ো ডিসপ্লে। কিন্তু জানিয়ে দিই, অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তাই দেরি না করে এখুনি উল্লিখিত ব্র্যান্ডগুলির স্মার্টফোনের দাম ও ফিচার সম্পর্কে জেনে নিন।

Amazon Great Freedom Festival সেলে ১০,০০০ টাকার কমে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Redmi 9A: ৬,৯৯৯ টাকা (১৮% ডিসকাউন্টের পর)

এন্ট্রি-লেভেলের এই রেডমি স্মার্টফোনে, ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস মাল্টি টাচস্ক্রিন, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। ফোনটি ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

Realme C11 (2021): ৬,৯৯৯ টাকা (১৩% ডিসকাউন্টের পর)

রিয়েলমি সি১১ স্মার্টফোনে‌‌ রয়েছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। এছাড়া ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে যুক্ত এই হ্যান্ডসেটে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ৫,০০০ এমএএইচ পাওয়ারের শক্তিশালী ব্যাটারি সহ এসেছে।

Redmi 9: ৮,৯৯৯ টাকা (১৮% ডিসকাউন্টের পর)

কম দামের মধ্যে রেডমি ৯ স্মার্টফোনটি খুবই ভালো বিকল্প হতে পারে। এই ফোনে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ আছে। এছাড়া এই হ্যান্ডসেটে, ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস মাল্টি-টাচ স্ক্রিন, ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি, ডুয়েল-রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে ইউজাররা এতে মাইক্রোএসডি স্লট সাপোর্ট পেয়ে যাবেন।

Tecno Spark 7T: ৮,৯৯৯ টাকা (১৮% ডিসকাউন্টের পর)

৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আসা টেকনো স্পার্ক ৭টি স্মার্টফোনের দাম কম হলেও, এতে ৪৮ মেগাপিক্সেল এআই (AI) ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ফোনটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে দেখা যাবে।

Samsung Galaxy M02: ৭,৯৯৯ টাকা

স্যামসাংয়ের এই বাজেট-রেঞ্জের স্মার্টফোনটি ব্যাপক জনপ্রিয়। ফিচারের কথা বললে, এই ফোনে আছে ৭২০x১,৬০০ পিক্সেল যুক্ত ৬.৫ ইঞ্চির এলসিডি ভি-কাট ডিসপ্লে। থাকছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ। আবার ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন