EPF balance online: কত টাকা জমলো EPF অ্যাকাউন্টে, এভাবে অনলাইনে চেক করুন

Avatar

Updated on:

EPF Balance Check Online

ইপিএফ (EPF) শব্দটির অর্থ হলো ইমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund)। এটি একটি অবসরকালীন সঞ্চয় স্কিম (Retirement Savings Scheme ), যা ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ।

EPF প্রকল্পটি একটি কন্ট্রিবিউটরি স্কিম, যা পরিচালনা করে Employees’ Provident Fund Organisation (EPFO)। যেখানে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়কেই EPF অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হয়। আর এই অ্যাকাউন্টে নিয়োগকর্তা কর্মচারীর বেতনের ১২%, এবং কর্মচারী নিজের বেতনের ৮.৩৩% টাকা জমা রাখে।

EPF ব্যালেন্স চেক করার অনলাইন উপায়

১) EPFO পোর্টালে EPF ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করুন। UAN সক্রিয় থাকলে আপনার ক্রেডেনশিয়াল ব্যবহার করে EPFO পোর্টালে লগ ইন করুন।

২) এবার “Our Services” ট্যাবে ক্লিক করুন।

৩) ড্রপডাউন মেনু থেকে “For employees” অপশনটি নির্বাচন করুন।

৪) “Services” ট্যাবের অধীনে, “Member Passbook” অপশনে ক্লিক করুন।

৫) পরবর্তী লগইন পেজে আপনার UAN এবং পাসওয়ার্ড লিখুন।

৬) সমস্ত ডিটেলস দেবার পরে, আপনি আপনার EPF অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন।

৭) এবার এখান থেকেই আপনি আপনার EPF পাসবুক অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার বর্তমান EPF ব্যালেন্সও দেখতে পারবেন।

UMANG অ্যাপ্লিকেশন থেকে EPF ব্যালেন্স চেক করুন

১) ব্যবহারকারীরা তাদের EPF ব্যালেন্স চেক করতে UMANG অ্যাপ্লিকেশনটিও ডাউনলোড করতে পারেন, যা “m-Sewa app of EPFO” নামেও পরিচিত। প্রথমে UMANG অ্যাপ্লিকেশনটি খুলুন এবং হোম স্ক্রিনে “Employee Centric Services” বিভাগের অধীনে “EPFO” অপশনটি খুঁজুন।

২) এবার “Member” অপশনে ক্লিক করুন, তারপরে “Balance/Passbook” অপশনে ক্লিক করুন।

৩) আপনার UAN এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।

৪) ভেরিফিকেশন করার পরে, আপনি আপনার EPF ব্যালেন্স দেখতে পারবেন।

সঙ্গে থাকুন ➥