Acer Swift X: ১৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এই নতুন ল্যাপটপ, রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম
আপনি যদি একটি নয়া ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। কারণ আজ Acer ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। সদ্য বাজারে পা রাখা Acer Swift X নামের এই ল্যাপটপে, এএমডি রাইজেন ৫০০০ সিরিজ প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই এনহ্যান্স নয়েজ সেপারেশন টেকনোলজি সহ একাধিক ফিচার রয়েছে। এটি মেটাল-চেসিস বডি স্ট্রাকচার সহ এসেছে। সর্বোপরি, সংস্থাটি দাবি করেছে, তাদের এই ল্যাপটপটি একটানা ১৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করবে। আসুন Acer Swift X -এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Acer Swift X স্পেসিফিকেশন
এসার সুইফ্ট এক্স ল্যাপটপে, ১৪ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) IPS ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের স্ক্রিন ব্রাইটনেস ৩০০ নিট এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৮৫.৭%। আবার, দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করার ফলে যাতে ইউজারের চোখে সমস্যা না দেখা দেয়, তার জন্য এর ডিসপ্লেতে এসার ব্লুলাইটশিল্ড (Acer BlueLightShield) টেকনোলজির ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিং ও হাই-স্পিড পারফরম্যান্স সরবরাহের জন্য ল্যাপটপটি, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০টিআই জিপিইউ এবং এএমডি রাইজেন ৫ ৫৬০০ইউ মোবাইল প্রসেসর দ্বারা চালিত হবে। স্টোরেজের কথা বললে এতে, ৪ জিবি GDDR6 ভি-র্যাম, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত এসএসডি বর্তমান।
এছাড়া, এসার সুইফ্ট এক্স ল্যাপটপে সিউকিউরিটির জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্মুথ ভিডিও কলিং অভিজ্ঞতার জন্য এআই এনহ্যান্স নয়েজ সেপারেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ওয়াই-ফাই ৬, ইউএসবি টাইপ-সি পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং একটি ৩.৫ মিমি দৈর্ঘ্যের হেডফোন হ্যাক। এই ল্যাপটপে ৫৯ ওয়াট-আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ফাস্ট-চার্জিং সাপোর্ট করবে। এই ল্যাপটপ একক চার্জে ১৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে, বলে এসারের দাবি।
Acer Swift X দাম ও লভ্যতা
ভারতে, এসার সুইফ্ট এক্স এর দাম শুরু হয়েছে ৮৪,৯৯৯ টাকা থেকে। ল্যাপটপটি এসারের অনলাইন স্টোর, বিজয় সেলস, ই-কমার্স সাইট Flipkart ও অনুমোদিত রিটেল স্টোর থেকে কেনা যাবে।