Samsung Galaxy S25 Seamless Update: স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে প্রথমবার থাকবে সিমলেস আপডেট ফিচার, কি কাজ
Samsung Galaxy S25 Seamless Update - গুগলের সিমলেস অ্যান্ড্রয়েড আপডেট ফিচার এবার স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনে পাওয়া যাবে। এর আগে স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এই ফিচার ছিল না।
আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি থাকবে বলে ইতিমধ্যেই জানা গেছে। কিন্তু এবার এমন একটি খবর সামনে এসেছে যা স্যামসাং এস সিরিজের ফোনে প্রথমবার দেখা যাবে। আসলে সামনে এসেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ হবে দক্ষিণ কোরিয়ার সংস্থাটির প্রথম ফ্ল্যাগশিপ ফোন যা অটোমেটিক আপডেট বা এ/বি সিস্টেম পার্টিশন ফিচার সহ আসবে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম অপারেটিং সিস্টেমের সাথে এই সিরিজ আগামী বছরের শুরুতে লঞ্চ হতে চলেছে।
টিপস্টার @Chunvn8888 এই দাবি করেছেন। তিনি বলেছেন যে, গুগলের সিমলেস অ্যান্ড্রয়েড আপডেট ফিচার এবার স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনে পাওয়া যাবে। এর আগে স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এই ফিচার ছিল না। যদিও এটা প্রথম স্যামসাং ফোন নয়, যেখানে গুগলের সিমলেস অ্যান্ড্রয়েড আপডেট ফিচার উপস্থিত।
এর আগে সংস্থার একমাত্র ডিভাইস হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ফোনে এই ফিচার দেওয়া হয়েছিল। যদিও এরপর থেকে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি আর কোনো ডিভাইসে এই সুবিধা দেয়নি। উল্লেখ্য, গুগল ২০১৬ সালে সিমলেস আপডেট ফিচার এনেছিল। সম্ভবত স্যামসাং একটি ফোনে ফিচারটি দিয়ে পরীক্ষা করছিল। অবশেষে তারা পরীক্ষা শেষ করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে সিমলেস আপডেট ফিচার দিতে চলেছে।
সিমলেস আপডেট ফিচার আসলে কি
সিমলেস আপডেট বা এ/বি সিস্টেম পার্টিশন ফিচার ডিভাইসে দ্রুত আপডেট ইনস্টল করতে দেয়। সহজ করে বললে, সাধারণত আমরা যখন কোনো ফোনে নতুন আপডেট ডাউনলোড করি এবং সেটি ইনস্টল করার চেষ্টা করি, তখন অন্য কোনো কাজ করতে পারিনা। বরং ফোন রিস্টার্ট নিয়ে আপডেট ইনস্টল হতে থাকে। কিন্তু সিমলেস আপডেট ফিচারের কারণে আপনি আপডেট ইনস্টল করার সময় অন্য কাজ করতে পারবেন এবং ইনস্টলের কাজ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এরপর একবার রিস্টার্ট করলে নতুন সফটওয়্যার ভার্সনে ডিভাইস চলতে শুরু করবে।