Apple iPhone 17 Series: অ্যাপল আইফোন ১৭ সিরিজের বেস মডেলে থাকবে প্রো মডেলের এই এক্সক্লুসিভ ফিচার

Apple iPhone 17 Series Launch Date - আইফোন ১৭ সিরিজের আইফোন ১৭ ও আইফোন ১৭ প্লাস বা এয়ার মডেলে প্রোমোশন ডিসপ্লে দেওয়া হবে। এর আগে প্রোমোশন ডিসপ্লে প্রো আইফোন মডেলগুলিতে ব্যবহার করা হত।

Update: 2024-11-02 08:55 GMT

Apple iPhone 17 Series Launch Date

এবার আইফোনের বেস মডেলে পাওয়া যেতে পারে প্রো মডেলের একটি বিশেষ ফিচার। এতদিন আইফোনের প্রো মডেলে লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড বা এলটিপিও (LTPO) ডিসপ্লে ব্যবহার করা হত। তবে ইকোনোমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপল আগামী বছরে লঞ্চ হতে চলা আইফোন ১৭ সিরিজের বেস ও প্রো উভয় মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করবে। এরফলে আইফোন ১৭ ও আইফোন ১৭ মডেলে প্রোমোশন ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। উল্লেখ্য, ওএলইডি ডিসপ্লের এই টেকনোলজি কম শক্তি খরচ করে কনটেন্ট অনুযায়ী বিভিন্ন রিফ্রেশ রেট অফার করে।

iPhone 17 সিরিজের বেস মডেলে থাকবে LTPO ডিসপ্লে

ইকোনমিক টাইমস এর আগে অ্যাপলের সাপ্লাই চেইন অ্যানালিস্ট দাবি করেছিলেন যে, আইফোন ১৭ সিরিজের আইফোন ১৭ ও আইফোন ১৭ প্লাস বা এয়ার মডেলে প্রোমোশন ডিসপ্লে দেওয়া হবে। এর আগে প্রোমোশন ডিসপ্লে প্রো আইফোন মডেলগুলিতে ব্যবহার করা হত। অ্যাপল প্রথমবার ২০২১ সালে আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলে এলটিপিও ডিসপ্লে দিয়েছিল।

রিপোর্টে বলা হয়েছে যে, আগামী বছরের আইফোন ১৭ সিরিজের জন্য এলটিপিও ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং ও এলজি। এর আগেও অ্যাপলকে এই ডিসপ্লে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি সরবরাহ করতো। কারণ চীনের কোনো সংস্থা অ্যাপলের চাহিদা মত এলটিপিও ডিসপ্লে এখনও দিতে পারেনি। তবে বেস মডেলগুলির জন্য চীনের বিভিন্ন সংস্থা থেকে এতদিন ডিসপ্লে নিত অ্যাপল। যদিও সব মডেলে এলটিপিও ডিসপ্লে দেওয়ার কারণে কেবল স্যামসাং ও এলজি আইফোন ১৭ সিরিজের ডিসপ্লে সরবরাহকারী সংস্থা হিসেবে নিযুক্ত থাকবে।

এদিকে শোনা যাচ্ছে, আইফোন ১৭ সিরিজে নতুন এয়ার মডেল থাকবে। এটি প্লাস মডেলের পরিবর্তে লঞ্চ হবে। আইফোন ১৭ সিরিজের অধীনে চারটি মডেল আসবে - আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। নতুন এই সিরিজে একটি মাত্র বাটন ও অ্যাপলের ইন হাউস ওয়াই-ফাই ৭ চিপ দেওয়া হবে বলে জানা গেছে।

Tags:    

Similar News