একাধিক ফিটনেস ফিচার সহ লঞ্চ হল AMANI ASP SW Z100 স্মার্টওয়াচ, দাম জেনে নিন

By :  techgup
Update: 2022-04-20 18:41 GMT

মোবাইল অ্যাক্সেসরিজ এবং লাইফস্টাইল প্রোডাক্ট প্রস্তুতকারী সংস্থা AMANI mart সম্প্রতি ভারতের বাজারে নিয়ে আসলো তাদের নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, যার নাম AMANI ASP SW Z100। ব্লুটুথ কলিংয়ের পাশাপাশি এতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। অন্যদিকে, এতে ব্লুটুথ ৫.০ ভার্সন সাপোর্ট করবে। ডিজাইন গত দিক থেকেও এটি বেশ নজরকাড়া। অথচ বাজারচলতি অন্যান্য ব্লুটুথ কলিং স্মার্টওয়াচের তুলনায় সুলভ মূল্যে ক্রেতাদের কাছে এসেছে নতুন এই স্মার্টওয়াচটি। এবার AMANI ASP SW Z100 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

AMANI ASP SW Z100 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে আমানি এএসপি এসডব্লু ১০০ স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৩,১৯৯ টাকা। ঘড়িটির সাথে ক্রেতারা পাবেন তিন মাসের ওয়্যারেন্টি। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও দেশের বিভিন্ন ডিলারের কাছে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ঘড়িটি। ব্ল্যাক, সিলভার, গোল্ড, রেড, ব্লু এবং মিলিটারি গ্রীন কালারে উপলব্ধ নতুন স্মার্টওয়াচটি।

AMANI ASP SW Z100 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত আমানি এএসপি এসডব্লু ১০০ স্মার্টওয়াচটি ১.৭৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এসেছে, যার স্ক্রিন রেজোলিউশন ৩২০x ৩৮৫ পিক্সেল। আগেই বলেছি আমানির নতুন স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। একই সাথে এতে থাকছে SpO2 মনিটর, হার্টরেট মনিটর ইত্যাদি। এছাড়াও রয়েছে স্লিপ মনিটর।স্মার্টওয়াচটির বিভিন্ন ফিচারের মধ্যে উল্লেখযোগ্য কল রিসিভ এবং কল রিজেকশন, ওয়েদার ফোরকাস্ট, রিমোট মিউজিক, ভাইব্রেশন অ্যালার্ট, ডোন্ট ডিস্টার্ব মি, স্ক্রীন ব্রাইটনেস প্রভৃতি। ইউজাররা যাতে তাদের পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারেন তার জন্য এতে একাধিক ওয়াচফেস উপলব্ধ। এছাড়াও রয়েছে কুড়িটির বেশি স্পোর্টস মোড ।

এখানে জানিয়ে রাখি, স্মার্টওয়াচটিকে Hryfine অ্যাপের মাধ্যমে চালনা করা সম্ভব। কানেক্টিভিটির জন্য এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন এবং এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৫০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৪ থেকে ৫ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য।

তদুপরি, AMANI ASP SW Z100 স্মার্টওয়াচের পরিমাপ ৪৪x৩৮x১১ এমএম এবং ওজন ৫০ গ্রাম। সবশেষে জানাই, হালকা ওজনের স্পোর্টি লুকের এই ঘড়িটিকে জল প্রতিরোধী IP67 রেটিং দেওয়া হয়েছে।

Tags:    

Similar News