40 শতাংশ ছাড়ে iPhone 13, Redmi 12 থেকে OnePlus Nord CE 3 Lite, দেখে নিন কোন ফোন কততে বিক্রি হবে
কমবেশি অনেকেই এখন জেনে গেছেন আগামী ৮ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে Amazon Great Indian Festival Sale। আর পুজোর আগে আপনি এই সেলের সুযোগ নিয়ে কিনে ফেলতে পারেন আপনার জন্য দারুন একটি স্মার্টফোন। Amazon এর তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন এই পুজো সেলে স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। এই সময়কালে OnePlus, Samsung, Realme, Xiaomi, Apple, iQOO, Honor, Motorola এবং Tecno-এর মত ব্র্যান্ডের স্মার্টফোনগুলি কম দামে খরিদ করা যাবে।
যারা 5G অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাইছেন, তাদের জন্যও এই সেলে বিভিন্ন অপশন আছে। সেই সঙ্গে অ্যামাজন থেকে এই ডিভাইসগুলি ন্যূনতম তিন মাস পর্যন্ত মাসিক কিস্তি দিয়েও কেনার সুযোগ পাবেন। আবার, যারা আসন্ন দুর্গাপূজোয় নিজের ফোনটি আপগ্রেড করার চিন্তাভাবনা করছেন, তারাও পুরনো ফোনে এক্সচেঞ্জে আকর্ষণীয় অফার পেতে পারেন। এই প্রতিবেদনে আমরা Amazon Great Indian Festival সেলে অফারের সাথে উপলব্ধ বিভিন্ন রেঞ্জের কয়েকটি 5G ফোনের কথা আলোচনা করবো।
Samsung Galaxy S23 FE 5G
Samsung-এর একটি অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হল Samsung Galaxy S23 FE 5G। আপনার যদি এই ফোনের প্রতি বিশেষ আকর্ষণ থেকে থাকে তাহলে এই ফেস্টিভ্যাল সেলে প্রতিমাসে ২৭৭৮ টাকা মাসিক কিস্তি দিয়ে আপনি এই ডিভাইসটি নিজের করে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার সহ এক্সচেঞ্জ অফারের পর আপনি এই ফোনটি কিনতে পারবেন ৪৯,৯৯৯ টাকায়।
Apple iPhone 13
টিজার পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple iPhone 13 ৪৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হবে। আবার এসবিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এছাড়া পুরোনো ফোন এক্সচেঞ্জে ৪৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাবে। আর সমস্ত রকম ছাড়ের পর আপনাকে iPhone 13-এর জন্য সম্ভবত ৩৯,৯৯৯ টাকা খরচ করতে হবে।
Honor 90 5G
এসবিআই কার্ডে ৪,০০০ টাকা ছাড় এবং ৭০০০ টাকা ফ্লাট ডিসকাউন্ট সহ Honor 90 5G -এর ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ২৬,৯৯৯ টাকায়।
আবার একই রকম ভাবে ৪০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৬০০০ টাকা ফ্লাট ডিসকাউন্টের পর আপনি ডিভাইসটির ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন মাত্র ২৯,৯৯৯ টাকায়।
এই ফোনগুলি ছাড়াও Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে itel P55 5G বিক্রি হবে ৮,৯৯৯ টাকায়, iQOO Z7 Pro 5G পাওয়া যাবে ২১,৪৯৯ টাকায়। আবার Motorola Razr 40 Ultra 5G, Redmi 12 5G-এর মত ফোনগুলি এই সেলে পেয়ে যাবেন যথাক্রমে ৭২,৯৯৯ টাকায় এবং ১০,৩৫০ টাকায়। শুধু এখানেই শেষ নয়, Realme Narzo 60X 5G পাওয়া যাবে ১০,৮০০ টাকায় আর Realme Narzo N53 স্মার্টফোন কিনতে পারবেন ৭,৯৯৯ টাকায়।
এছাড়া, OnePlus-এর OnePlus 11R 5G এবং OnePlus Nord CE 3 Lite 5G-এর মতো স্মার্টফোন গুলিও এখান থেকে কিনতে পারবেন ৩৪,৯৯৯ টাকায় এবং ১৭,৪৯৯ টাকায়। আবার, Samsung Galaxy M34 5G পেয়ে যাবেন ১৪,৯৯৯ টাকায় এবং Tecno V9 5G-এর মত স্মার্টফোন কিনতে পারবেন মাত্র ৪৭,৫৯৯ টাকায়।