22000 টাকার ফ্ল্যাট ছাড়, সাথে Free পাবেন ইয়ারবাডও, কালকের মধ্যে অর্ডার করুন এই দুর্দান্ত iQOO ফোন

Update: 2024-03-27 05:25 GMT

এখনকার সময়ে আমাদের জীবনযাত্রা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, হাতে একটা ভালো না থাকলে অপ্রস্তুতে পড়তে তো হয়ই, পাশাপাশি প্রযুক্তিগত নানা সুবিধার দিক দিয়ে পিছিয়েও থাকতে হয়। কিন্তু ভালো ফিচার বা পারফরম্যান্সওয়ালা স্মার্টফোন কেনাটাও সহজ ব্যাপার নয়, কেননা তার পেছনে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে উন্নতমানের ইউজার এক্সপিরিয়েন্স পেতে এবং নিজের স্ট্যাটাস বজায় রাখতে প্রিমিয়াম সেগমেন্টের একটি ফোন কেনার কথা ভাবেন, তাহলে কিন্তু আপনার কাছে টাকা বাঁচানোর বড় সুযোগ রয়েছে। আসলে বর্তমানে Amazon India-তে 'iQOO Quest Days' সেল চলছে, যেখানে শক্তিশালী ফ্ল্যাগশিপ প্রসেসর এবং হাই-এন্ড ফিচার বিশিষ্ট iQOO 11 5G মডেলটি দামের থেকে অনেক টাকা ছাড়ে মিলছে। এমনকি এই ফোনের সাথে ফ্রি পাওয়া যাবে TWS ইয়ারবাডও। তবে মনে রাখবেন অফার উপলব্ধ থাকবে আগামীকাল অর্থাৎ 27 মার্চ অবধি। আসুন, ঝটপট দেখে নিই iQOO 11 5G ফোনের দাম, অফার এবং এর স্পেসিফিকেশন।

অবাক করা ছাড়ে মিলছে iQOO 11 5G, দাম দেখে নিন

আইকো 11 5জি ফোনটির 16 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে 66,999 টাকা হলেও, এখন অ্যামাজনে এটি ফ্ল্যাট ডিসকাউন্টে 44,999 টাকায় মিলছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত 500 টাকার ছাড়।

তবে সবচেয়ে বেশি সাশ্রয় করা যাবে, পুরোনো ফোন বদলে এই আইকো স্মার্টফোনটি কিনলে। আপনি এক্সচেঞ্জ অফারে 42,050 টাকা পর্যন্ত বিনিময় মূল্য পেতে পারেন (শর্তাবলি প্রযোজ্য)। ফলত, ভাগ্যবশত সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে এই হ্যান্ডসেট কেনার জন্য যে কত কম টাকা খরচ হবে, তা বুঝতেই পারছেন! কিন্তু এখানেই অফারের শেষ নয়, ফোনটি 2,999 টাকা মূল্যের Vivo TWS Air ইয়ারবাড ফ্রি-ও পাওয়া যাবে।

iQOO 11 5G-এর স্পেসিফিকেশন

iQOO 11 5G প্রিমিয়াম স্মার্টফোনটিতে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চি 2K E6 (রেজোলিউশন 3200×1440 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সাথে আছে গরিলা গ্লাস ভিক্টাস স্ক্রিন প্রোটেকশন। এদিকে পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, যার সাথে 16 জিবি পর্যন্ত র‍্যাম ও 256 জিবি ইউএফএস 4.0 স্টোরেজের সুবিধা মিলবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটি 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি অফার করবে। ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। উল্লেখ্য, সফ্টওয়্যার ফ্রন্টে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফানটাচ্ ওএস 13-র সাহায্যে ডিভাইসটি চলবে।

Tags:    

Similar News