মাত্র 799 টাকায় 50MP ক্যামেরাযুক্ত 5G স্মার্টফোন, Amazon দিচ্ছে অবিশ্বাস্য অফার

Update: 2023-02-27 09:26 GMT

Vivo-র হাত ধরে স্মার্টফোন বাজারে প্রবেশ করলেও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে iQOO; এমনকি ইউজারমহলে ভালো সাড়া পাওয়ায় সংস্থাটি একের পর এক নতুন মডেল লঞ্চ করছে এদেশে। এমনকি সম্প্রতি iQOO India-র সিইও নিপুন মারিয়া ঘোষণা করেছেন যে, শীঘ্রই ভারতে iQOO Z7 সিরিজের ফোন লঞ্চ হবে। সেক্ষেত্রে মজার ব্যাপার হল যে, এই নতুন সিরিজের আগমন উপলক্ষে দাম কমেছে এর পূর্বসূরী মানে iQOO Z6 সিরিজের একটি ফোনের। হ্যাঁ, এখন Amazon India প্ল্যাটফর্মে iQOO Z6 Lite 5G ফোনটি প্রায় ১৫,০০০ টাকায় কমে মিলছে। তাছাড়া এই ফোন কেনার ক্ষেত্রে কোম্পানি আকর্ষণীয় একটি এক্সচেঞ্জ অফার দিচ্ছে, যা কাজে লাগানো গেলে এই iQOO ফোন হাতের মুঠোয় পাবেন হাজার টাকারও কম খরচে! চলুন তবে, iQOO Z6 Lite 5G-তে ঠিক কী অফার মিলছে সে বিষয়ে কয়েকটি কথা জেনে নিই।

এখন বিশাল ছাড়ে কেনা যেতে পারে iQOO Z6 Lite 5G

আইকো জেড৬ লাইট ৫জি ফোনের ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৮,৯৯৯ টাকা। কিন্তু এই মুহূর্তে অ্যামাজন, স্মার্টফোনটি ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি করছে, যার ফলে এটি মাত্র ১৫,৪৯৯ টাকায় খরিদ করা যেতে পারে। তবে আশ্চর্যজনক হল ফোনটির এক্সচেঞ্জ অফার – এক্ষেত্রে পুরোনো ফোন এক্সচেঞ্জ করে আইকো জেড৬ লাইট ৫জি কিনলে ১৪,৭০০ টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যেতে পারে।

অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো গেলে ফোনটির জন্য খরচ হবে মাত্র ৭৯৯ টাকা। কিন্তু মনে রাখবেন, পুরোনো ফোন এক্সচেঞ্জ করলেই যে এই দাম পাওয়া যাবে তা কিন্তু নয়, কারণ সেই ফোনের অবস্থা, ব্র্যান্ড, মডেল ইত্যাদির ওপর নির্ভর করবে এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ। তাছাড়া এই ফোনটি কিনতে চাইলে আলাদা করে চার্জারও কিনতে হবে।

iQOO Z6 Lite 5G-এর স্পেসিফিকেশন

আইকো জেড৬ লাইট ৫জি ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৫৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস+ ডিসপ্লে। এটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসরের সাহায্যে চালিত হয়, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প রয়েছে। এক্ষেত্রে ইউজাররা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়াতে পারবেন। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে সফ্টওয়্যার হিসেবে এই আইকো ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ্ ওএস দেখা যাবে। ফটোগ্রাফির জন্য আইকো জেড৬ লাইট ৫জি-তে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Tags:    

Similar News