জমিয়ে দেখুন IPL, সস্তায় OnePlus, Samsung, Xiaomi, Apple, Realme ফোন কেনার সুযোগ রয়েছে এখানে
বেশ কিছুদিন আগে ভারতে শুরু হয়েছে IPL অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এই সময় Amazon নিয়ে হাজির হয়েছে Amazon Smartphones Premier League সেল। যদিও, এই দুটি বিষয়ের মধ্যে কোনো মিল নেই। তবে ভালো করে বিবেচনা করে দেখলে বোঝা যাবে দুটি ক্ষেত্রেই মানুষ পাবেন অনাবিল আনন্দ। কারণ, IPL-এর প্রতিটি ম্যাচ যেমন মানুষকে খুশি করে তোলে, তেমনি Amazon সেলও বিভিন্ন জিনিস সস্তায় কেনার সুযোগ দিয়ে মানুষের মনকে করে তোলে প্রফুল্ল।
প্রতিবারের মতো Amazon Smartphone Premier League সেলে OnePlus, Samsung, Realme, Xiaomi, iQoo, Honor, Poco, Motorola এবং Apple সহ আরো অনেক ব্র্যান্ডের স্মার্টফোন কম দামে কেনা যাবে।
OnePlus 12R 5G
এখন OnePlus-এর এই ফোনটি ব্যাঙ্ক অফার সহ অ্যামাজনে 38,999 টাকায় কেনা যাবে। আর ফিচারের কথা বললে এই স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4500 নিটস ব্রাইটনেস সহ 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং 5500 এমএএইচ ব্যাটারি।
Oneplus Nord CE4 5G
ব্যাঙ্ক অফার সহ এই ফোনটি এখন অ্যামাজনে 23,499 টাকায় তালিকাভুক্ত আছে৷ যাতে দেওয়া হয়েছে 6.7-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500 এমএএইচ ব্যাটারি।
Poco M6 Pro 5G
এই সেলে Poco M6 Pro 5G ডিভাইসটি 8,999 টাকায় পাওয়া যাবে, এর সাথে পাওয়া যাবে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার৷ আর প্রিমিয়াম ডিজাইনের এই ডিভাইসে আছে 6.79 ইঞ্চি ডিসপ্লে, আবার পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর। এছাড়াও,এতে ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 এমএএইচ ব্যাটারিও উপস্থিত।
Realme Narzo 60X 5G
এখন আপনি ব্যাঙ্ক অফারের সুবিধা সহ Realme Narzo 60X 5G ডিভাইসটি কিনে ফেলতে পারেন মাত্র 9,999 টাকায়, যার এমআরপি 10,999 টাকা৷ আর ফিচার হিসেবে এতে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর। এছাড়াও, পাওয়ার ব্যাকআপের জন্য আছে 5000 এমএএইচ ব্যাটারি, যেটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
Tecno Spark 20C
অ্যামাজন সেলে 6.56-ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি36 প্রসেসর, DTS প্রযুক্তি সহ ডুয়াল স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বিশিষ্ট Tecno Spark 20C ডিভাইসটি ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন 7,999 টাকায়৷ উল্লেখ্য, ডায়নামিক পোর্ট যুক্ত এই ডিভাইসে আবার পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 এমএএইচ ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Redmi 13C 4G
আপনার যদি বাজেট কম হয় তাহলে আপনি রেডমির এই ডিভাইসটি কিনতে পারেন, যার জন্য আপনাকে খরচ করতে হবে 6,699 টাকা। এর সাথে পাবেন আকর্ষণীয় ব্যাঙ্ক ডিসকাউন্টও। ফিচারের কথা বললে এই ফোনে আছে 6.74-ইঞ্চি ডিসপ্লে, 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, মিডিয়াটেক জি85 প্রসেসর এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ 5000 এমএএইচ ব্যাটারি।
iQOO Z9 5G
অ্যামাজন সেলে এই ডিভাইসটি 17,499 টাকায় উপলব্ধ। আর এইচএসবিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনে পেয়ে যাবেন 2500 টাকা পর্যন্ত ছাড়। এই ফোনে আছে 1200 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, মোশন কন্ট্রোল, ডুয়াল স্টেরিও স্পিকার এবং 1800 নিটস ব্রাইটনেসের মতো একাধিক বৈশিষ্ট্য। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে 5000 এমএএইচ ব্যাটারিও উপস্থিত, যা 44 ওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Redmi 13C 5G
অ্যামাজন সেলের এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি ব্যাঙ্ক অফার সহ Redmi 13C 5G হ্যান্ডসেটটি নিজের করে নিতে পারবেন 9,499 টাকায়। যাতে দেওয়া হয়েছে ডুয়াল 5G সিম সাপোর্ট, 6.74 ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর, 50 মেগাপিক্সেল AI সেন্সর এবং 5000 এমএএইচ ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
iQOO Z6 Lite 5G
আপনি যদি কোনো স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে iQOO Z6 Lite 5G হ্যান্ডসেটটি কিনতে পারেন, যার দাম 10,999 টাকা৷ পারফরম্যান্সের জন্য এতে আছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসর। আবার ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও, আছে 5000 এমএএইচ ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সমর্থন করে।
Realme Narzo 70 Pro 5G
আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যে হয়, তাহলে আপনি 18,999 টাকা খরচ করে Realme Narzo 70 Pro 5G ডিভাইসটিকে নিজের করে নিতে পারেন৷ যাতে আছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 এমএএইচ ব্যাটারি।