নতুন মডেল লঞ্চ করে বাজিমাত Vivo-র, সেরা ফ্ল্যাগশিপ ফোন তৈরির স্বীকৃতি পেল সংস্থা

Update: 2024-06-03 14:52 GMT

জুন মাস শুরু হতেই জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, আনটুটু (AnTuTu) গত মে মাসের জন্য সেরা পারফরম্যান্স অফার করা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির তালিকা প্রকাশ করেছে৷ এমাসে তালিকার শীর্ষে রয়েছে সদ্য উন্মোচিত ভিভো এক্স১০০এস, যা মিডিয়াটেকের নতুন এবং সবচেয়ে শক্তিশালী Dimensity ৯৩০০ প্লাস চিপসেটে চলে। এই চিপটি মূলত রেগুলার মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসরের একটি ওভারক্লকড ভার্সন। এতে গুগল (Google) দ্বারা ডেভেলপ করা জেমিনি ন্যানো (Gemini Nano) এবং মেটা (Meta)-এর তৈরি লামা ২ (Llama 2) ও লামা ৩ (Llama 3) সহ বিভিন্ন লার্জ ল্যাংগুয়েজ মডেলের জন্য সাপোর্টের মতো উন্নত এআই (AI) ক্ষমতা রয়েছে। আসুন আনটুটু দ্বারা প্রকাশিত মে মাসের টপ-পারফর্মিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির সম্পূর্ণ তালিকাটি দেখে নেওয়া যাক।

২০২৪ সালের মে মাসে AnTuTu বেঞ্চমার্ক ডেটাবেসে শীর্ষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা

১. ভিভো এক্স১০০এস (মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস) – ২১,০৫,৬২১

২. ওপ্পো ফাইন্ড এক্স৭ (মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০) – ২০,৯৪,৫২৮

৩. রেড ম্যাজিক ৯ প্রো প্লাস (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩) – ২০,৮০,৯৮৬

৪. আইকো ১২ (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩) – ২০,৭৯,৯১৯

৫. ভিভো এক্স১০০ প্রো (মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০) – ২০,৪৫,৭১৭

৬. আইকো নিও ৯এস প্রো (মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস) – ২০,৪৩,৩৮৪

৭. ভিভো এক্স১০০এস প্রো (মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস) – ২০,৪৩,২১৮

৮. ভিভো এক্স ফোল্ড ৩ প্রো (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩) – ২০,৩৩,০৫৪

৯. আইকো ১২ প্রো (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩) – ২০,২৪,৯০৯

১০. ভিভো এক্স১০০ আল্ট্রা (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩) – ২০,২৪,৭৮৭

আনটুটু র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে MediaTek Dimensity 9300 সমন্বিত Oppo Find X7 এবং তৃতীয় স্থানে Qualcomm ব্র্যান্ডের প্রথম এন্ট্রি হিসাবে Snapdragon 8 Gen 3 চিপ সহ Red Magic 9 Pro+ ফোনটি রয়েছে। এই তালিকার একটি আকর্ষণীয় এন্ট্রি হল ষষ্ঠ স্থানে থাকা iQOO Neo 9S Pro। iQOO Neo সিরিজের ডিভাইসগুলি সাধারণত ফ্ল্যাগশিপ মডেল হয় না, এগুলি মিড-রেঞ্জ সেগমেন্টকে লক্ষ্য করে। কিন্তু এই ডিভাইসে একটি Dimensity 9300+ চিপ অন্তর্ভুক্ত করার ফলে এটি ফ্ল্যাগশিপ তালিকায় জায়গা করে নিতে পেরেছে।

Tags:    

Similar News