iPhone 14 সিরিজ হাজির 6GB RAM এর সাথে, পারফরম্যান্সে হারাতে পারে iPhone 13 সিরিজকে
Apple গত ৭ সেপ্টেম্বর তাদের iPhone 14 সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই সিরিজে অন্তর্ভুক্ত রয়েছে চারটি মডেল - iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। তার মধ্যে ব্র্যান্ড-নিউ বড় ডিসপ্লে যুক্ত 'Plus' মডেলটি, কমপ্যাক্ট 'Mini' মডেলকে সরিয়ে নতুন সিরিজে জায়গা করে নিয়েছে। সারা বিশ্বের স্মার্টফোন অনুরাগীরা বিগত কয়েক মাস ধরেই নয়া আইফোন লাইনআপটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বহুল প্রত্যাশিত iPhone 14 সিরিজের ডিভাইসগুলি পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বিভিন্ন উন্নতির সাথে বাজারে এসেছে। আর এখন একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এই আপগ্রেডগুলির মধ্যে অন্যতম হল হ্যান্ডসেটগুলির র্যাম ক্যাপাসিটি। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
iPhone 14 সিরিজটি মেমরি সেগমেন্টে বড় বাম্প নিয়ে হাজির হয়েছে
ম্যাকরিউমার্স (MacRumors)-এর নতুন রিপোর্ট অনুসারে, আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স সহ সমগ্র আইফোন ১৪ সিরিজটি পূর্বসূরি আইফোন ১৩ লাইনআপের চেয়ে বেশি র্যাম অফার করে৷ রিপোর্টে যোগ করা হয়েছে যে, লেটেস্ট এক্সকোড ১৪ বিটা (Xcode 14 Beta)-তে এমন ফাইল রয়েছে, যা প্রকাশ করে যে সমস্ত নতুন আইফোনে ৬ জিবি র্যাম পাওয়া যাবে। এটি মেমরির পরিপ্রেক্ষিতে আইফোন ১৩-এর তুলনায় নতুন লাইনআপে ৫০ শতাংশ সামগ্রিক আপগ্রেডকে চিহ্নিত করেছে।
জানিয়ে রাখি, গতবছর সেপ্টেম্বরে উন্মোচিত আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেল দুটিতেই ৬ জিবি র্যাম রয়েছে, তবে বেস এবং মিনি মডেলে শুধুমাত্র ৪ জিবি র্যাম মেলে। এক কথায়, মার্কিন ব্র্যান্ডটি মূলত তাদের নন-প্রো মডেল, অর্থাৎ আইফোন ১৪ এবং নতুন আইফোন ১৪ প্লাস মডেলের জন্য উচ্চতর মেমরি মডিউল নিয়ে এসেছে। উল্লেখযোগ্যভাবে, এক্সকোড ১৪ হল কোম্পানির ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE) যা ম্যাকওএস (macOS), আইওএস (iOS), আইপ্যাডওএস (iPadOS), ওয়াচওএস (watchOS) এবং টিভিওএস (tvOS)-এর জন্য অ্যাপ তৈরি করতে ব্যবহৃত হয়।
সুতরাং, ম্যাকরিউমার্স-এর রিপোর্টটি মূলত প্রকাশ করেছে যে, নন-প্রো মডেলগুলিতে আগের প্রজন্মের তুলনায় নতুন আইফোনগুলিতে গড়ে ২ জিবি বেশি র্যাম রয়েছে। যদিও এক্সকোড-এ র্যামের ক্ষমতা প্রকাশ করা হলেও, মেমরি মডিউলের স্ট্যান্ডার্ডগুলি এখনও অজানা। তাই এটি স্পষ্ট নয় যে, এই র্যাম ক্যাপাসিটি লেটেস্ট এলপিডিডিআর৫-এর সাথে আসবে, না পুরানো প্রজন্মের সঙ্গেই দেখা যাবে।