14000 টাকা সস্তা iPhone 15 ও 15 Plus, পুরোনো ফোন বদলালেও লাভ! Amazon নয়, অফার দিচ্ছে এই সংস্থা
মাত্র ছয়মাস হল Apple তার লেটেস্ট iPhone 15 সিরিজ বাজারে এনেছে, এরই মধ্যে প্রিমিয়াম স্মার্টফোনগুলি 'পুরোনো' হয়ে গেছে বলে মনে হচ্ছে! আসলে সংস্থাটি নাকি এখন নতুন আইফোন অর্থাৎ iPhone 16 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, এই নিয়ে প্রায়ই নানাবিধ তথ্য সামনে আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবচেয়ে কম খরচে iPhone 15 এবং 15 Plus মডেলদুটি কেনার সুযোগ দিচ্ছে Flipkart। ই-কমার্স প্ল্যাটফর্মটি দুটি আইফোনে 14 হাজার টাকার কাছাকাছি ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে, সাথে আছে আরও আকর্ষণীয় অফারসমূহ যার কাছে ফেল Amazon।
সবচেয়ে সস্তায় iPhone 15 বেচছে Flipkart, জানুন বিশদ
আইফোন 15-র 128 জিবি বেস ভ্যারিয়েন্ট 79,900 টাকায় লঞ্চ হয়েছিল, কিন্তু বর্তমানে ফ্লিপকার্টে 13,901 টাকার ফ্ল্যাট ডিসকাউন্টের কারণে এটি মাত্র 65,999 টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড, ওয়ান-কার্ড (OneCard) ক্রেডিট কার্ড বা এইচএসবিসি (HSBC) ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে প্রিপেইড পেমেন্ট করলে বা ইউপিআই (UPI) দিয়ে কেনাকাটা করলে আরও খানিকটা ছাড় মিলবে। সাথে থাকবে 50,000 টাকার এক্সচেঞ্জ অফারও।
অথচ এই একই সময়ে একই ফোন অ্যামাজনে 73,100 টাকায় পাওয়া যাচ্ছে। আবার আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 6,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেতে পারেন, যাতে করে আইফোনটির কার্যকর মূল্য দাঁড়াবে 67,100 টাকায়৷ তাছাড়া অ্যামাজন 27,550 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। মানে সবদিক দিয়েই ফ্লিপকার্টে ফোনটি সস্তা।
iPhone 15 Plus-এরও দাম অনেক কমানো যাবে
89,900 টাকায় লঞ্চ হওয়া আইফোন 15 প্লাস 128 জিবি ভ্যারিয়েন্টটি বর্তমানে ফ্লিপকার্টে 13,901 টাকার ছাড়ে মাত্র 75,999 টাকায় উপলব্ধ। এক্ষেত্রে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড, ওয়ানকার্ড ক্রেডিট কার্ড বা এইচএসবিসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অথবা ইউপিআই ট্রানজাকশন করলে এর দাম আরও কিছুটা কমাতে পারেন। আবার এতেও 50,000 টাকার এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে কোম্পানি।
অন্যদিকে, এই আইফোন বর্তমানে অ্যামাজনে সর্বনিম্ন 82,600 টাকায় পাওয়া যাচ্ছে। এতে 6,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 30,525 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা আছে।
iPhone 15 এবং iPhone 15 Plus-এর স্পেসিফিকেশন
অ্যাপল আইফোন 15 ও 15 প্লাসের মধ্যে স্ক্রিন সাইজ ব্যতীত তেমন কোনো পার্থক্য নেই – এক্ষেত্রে ভ্যানিলা আইফোন 15-তে 6.1 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যেখানে আইফোন 15 প্লাসে আছে 6.7 ইঞ্চি ডিসপ্লে। দুটি মডেলই ডায়নামিক আইল্যান্ড ও সিরামিক শিল্ড প্রোটেকশনসহ সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল বহন করে। পারফরম্যান্সের জন্য এগুলিতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব এ16 বায়োনিক প্রসেসর, যার সাথে 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বর্তমান। আবার উভয় আইফোনেই 48-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং 12-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যায়।
উল্লেখ্য, এই দুটি স্ট্যান্ডার্ড আইফোনেই অ্যালুমিনিয়াম ডিজাইন এবং কালার-ইনফিউজড গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। এগুলি ধুলো-জলপ্রতিরোধী, স্প্ল্যাশপ্রুফ আইপি68 রেটেড্ বিল্ডও বহন করে। আবার দুটিই কালো, নীল, সবুজ, হলুদ এবং গোলাপী রঙে কেনা যাবে।