iPhone 15 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, ভারতে কত দাম রাখা হবে, Apple Wonderlust ইভেন্টে আর কি কি লঞ্চ হবে

Update: 2023-09-12 05:59 GMT

আইফোন ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। Apple iPhone 15 সিরিজ আজ বাজারে আসতে চলেছে। ১২ সেপ্টেম্বর Apple এর 'Wonderlust' ইভেন্টে এই সিরিজ লঞ্চ হবে। আর এই ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে। Apple কয়েক সপ্তাহ আগে সেপ্টেম্বরের লঞ্চ ইভেন্টের তারিখ ঘোষণা করেছিল, তবে এই ইভেন্টে কী কী প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে তা জানায়নি। তবে বেশ কিছু রিপোর্ট থেকে জানা গেছে, আজকের Apple Wonderlust ইভেন্টে iPhone 15 series এর পাশাপাশি নতুন Apple Watch এবং Watch Ultra এর উপর থেকে পর্দা সরানো হবে।

এখান থেকে লাইভ দেখুন Apple Wonderlust ইভেন্ট

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে শুরু হবে অ্যাপলের ওয়ান্ডারলাস্ট লঞ্চ ইভেন্ট। আপনি অ্যাপলের ইউটিউব চ্যানেল এবং অ্যাপলের ওয়েবসাইট থেকে ইভেন্টটি দেখতে পারবেন। আবার Apple TV+ ও Apple ডেভেলপার অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ইভেন্টটি দেখা যাবে। আপনাদের সুবিধার জন্য, আমরা নীচে লিঙ্কও দিয়ে দিচ্ছি, যার উপর ক্লিক করে লাইভ ইভেন্টটি দেখা যাবে।

https://www.youtube.com/live/ZiP1l7jlIIA?si=CvWfbRPIssf4BIg-

Apple Wonderlust ইভেন্ট লঞ্চ হবে iPhone 15 series

আজকের ইভেন্টে কী কী লঞ্চ করা হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও আশা করা হচ্ছে, আজ নতুন iPhone 15 সিরিজ আত্মপ্রকাশ করবে। এই সিরিজে অধীনে চারটি মডেল আসবে, যথা - iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max। এরমধ্যে বেস এবং প্রো মডেল নতুন প্রসেসর ব্যবহার করা হবে। আবার মডেলগুলিতে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে বলে অনুমান করা হচ্ছে। এগুলি আগের তুলনায় দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারবে।

এছাড়া Apple তাদের iPhone 15 Pro মডেলে স্টেইনলেস স্টিল ফ্রেমের পরিবর্তে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করবে। সম্প্রতি আবার এক রিপোর্টে বলা হয়েছে, iPhone 15 সিরিজের সব মডেলেই ডায়নামিক আইল্যান্ড ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে।

iPhone 15 সিরিজের সম্ভাব্য দাম

স্ট্যান্ডার্ড iPhone 15 এবং iPhone 15 Plus মডেল দুটি আগের মতোই একই দাম ধরে রাখতে পারে। Apple যদি বর্তমান মূল্য নির্ধারণের কৌশল অনুসরণ করে তবে আমরা আশা করতে পারি যে iPhone 15 মডেলটির দাম শুরু হবে ৭৯,৯০০ টাকা থেকে। আর iPhone 15 Plus এর ন্যূনতম মূল্য ধার্য করা হবে ৮৯,৯০০ টাকা।

তবে iPhone 15 Pro সিরিজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে, প্রো মডেলের দাম ১০০ ডলার এবং প্রো ম্যাক্সের দাম ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। গতকালের একটি রিপোর্ট অনুযায়ী, iPhone 15 Pro মূল্য ৯৯৯ ডলার (প্রায় ৮২,৯০০ টাকা) থেকে বাড়িয়ে ১,০৯৯ ডলার (প্রায় ৯১,২০০ টাকা) করা হতে পারে। তবে, এর অর্থ এই নয় যে অ্যাপল ভারতে একই দামে প্রো মডেলটি লঞ্চ করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় বাজারের মধ্যে দামের মধ্যে সর্বদা বড় পার্থক্য থাকে।

সেক্ষেত্রে, ভারতে নতুন iPhone 15 Pro-এর দাম রাখা হতে পারে ১,৩৯,৯০০ টাকা এবং iPhone 15 Pro Max এর দাম হতে পারে ১,৫৯,৯০০ টাকা।

Apple Wonderlust ইভেন্টে আর কি কি লঞ্চ হবে

আইফোন ১৫ সিরিজ ছাড়াও আজকের ইভেন্টে নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারবাডস প্রো (জেন ২) সহ iOS 17, iPadOS 17, macOS 14, tvOS 17, watchOS 10, এবং macOS Sonoma অপারেটিং সিস্টেম লঞ্চ করা হতে পারে।

Tags:    

Similar News