ফিচারের বদলে নামে চমক, iPhone 15 Pro Max আসতে পারে iPhone 15 Ultra নামে
গত সপ্তাহেই বিশ্বখ্যাত মার্কিন সংস্থা অ্যাপল তাদের বহুল প্রত্যাশিত iPhone 14 ফ্ল্যাগশিপ লাইনআপটি উন্মোচন করেছে। এই সিরিজের অধীনে বাজারে আত্মপ্রকাশ করেছ চারটি মডেল - iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। তবে, এখন শোনা যাচ্ছে আগামী বছর থেকে এই নামকরণে পরিবর্তন আসতে পারে। দুই শিল্প জানিয়েছেন যে, অ্যাপল টপ-অফ-দ্য-লাইন iPhone 15 সিরিজের নাম পরিবর্তন করতে পারে, যেখানে iPhone 15 Pro Max-এর পরিবর্তে iPhone 15 Ultra হিসাবে লঞ্চ হতে পারে। কেউ বলেছেন এই নাম পরিবর্তন করা অ্যাপলের নতুন নামকরণের কৌশলের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। আবার অনেকে মনে করছেন যে, এই পদক্ষেপটি মার্কিন সংস্থাকে Pro মডেলের শিপমেন্টের বরাদ্দ এবং নতুন আইফোনের এএসপি (ASP) বাড়াতে সাহায্য করতে পারে।
iPhone 15-এর টপ-এন্ড মডেলের নামকরণে আসতে চলেছে বড় বদল
বিশ্লেষক মার্ক গারম্যান আইফোন ১৫ আল্ট্রা-এর বিষয়ে প্রথম উল্লেখ করেন গত সপ্তাহে, অ্যাপল আইফোন ১৪ সিরিজটি লঞ্চ করার পর। তিনি জানান যে, অ্যাপল খুব সম্ভবত তাদের পরবর্তী প্রজন্মের টপ-এন্ড মডেলের নাম “প্রো ম্যাক্স” থেকে “আল্ট্রা” করতে চলেছে। তিনি পরামর্শ দিয়েছেন যে, নাম পরিবর্তন করা অনেক সহজ হবে এবং কোম্পানির এম১ প্রো, এম১ ম্যাক্স, এবং এম১ আল্ট্রা ম্যাক চিপগুলিতে রিপোর্ট করা অ্যাপলের নতুন নামকরণ কৌশলের সাথে আরও ভালভাবে মিলবে।
এরপর, আরেক বিশিষ্ট অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও টুইট করে জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন, অ্যাপল, আইফোন ১৫ প্রো এবং স্ট্যান্ডার্ড আইফোন ১৫ মডেলের মধ্যে আরও পার্থক্য তৈরি করবে প্রো শিপমেন্ট বরাদ্দ এবং নতুন আইফোন এএসপি বাড়াতে। এছাড়াও, মিং-চি কুও বলেছেন যে, অ্যাপল এক ধাপ এগিয়ে পরবর্তী আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৫ প্রো-এর মধ্যে পার্থক্য তৈরি করতে শুরু করবে। একটি পরিণত বাজারে আরও বিক্রয়/লাভ বাড়ানোর জন্য একটি সুনির্দিষ্ট পণ্য বিভাজন কৌশলের মাধ্যমে এটি সর্বোত্তম অনুশীলন হিসেবে পরিগণিত হতে পারে৷ "স্টার্ট ক্রিয়েটিং ডিফারেন্সিয়েশন"-এই তার বক্তব্যের মাধ্যমে কুও সম্ভবত বোঝাতে চেয়েছেন যে, সংস্থা আপকামিং আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ আরও এক্সক্লুসিভ ফিচার অফার করা শুরু করতে পারে৷
উল্লেখ্য, অ্যাপল বর্তমানে তাদের ফোনগুলোকে "নন-প্রো" এবং "প্রো" আইফোন মডেল হিসেবে বিভাজন করে থাকে। যদিও এবছরের প্রো মডেলগুলির ফ্রন্ট প্যানেল এবং ক্যামেরা সেটআপের ডিজাইনের পরিবর্তন দেখা গেছে, তবে নন-প্রো মডেলগুলি iPhone 13 সিরিজের পুনরাবৃত্তিমূলক আপগ্রেডের সাথেই এসেছে।