iPhone 15 Pro vs Samsung Galaxy S23: সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনকে পিছনে ফেলবে নতুন Apple iPhone

By :  SUPARNA
Update: 2023-09-03 03:53 GMT

ফ্ল্যাগশিপ রেঞ্জের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির মধ্যে Samsung Galaxy S23 সিরিজ বর্তমানে সবচেয়ে শক্তিশালী চিপসেট বহন করছে। এতে রয়েছে Qualcomm -এর লেটেস্ট Snapdragon 8 Gen 2 প্রসেসর। আর দুর্দান্ত পারফরম্যান্স অফার করার জন্য আলোচ্য লাইনআপের বেস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লঞ্চের পর। তবে মনে হচ্ছে খুব শীঘ্রই Samsung -এর এই ফ্লাগশিপ ফোনটি 'সেরা পারফরম্যান্স অফারকারী হ্যান্ডসেট'-এর তকমা খোয়াতে চলেছে। যদিও যে ডিভাইসগুলির জন্য Samsung Galaxy S23 এই তকমা হারাবে, সেগুলি কিন্তু অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত নয়! বরং টেক জায়ান্ট Apple বিকশিত হবে। আমরা কথা বলছি আপকামিং Apple iPhone 15 Pro ও iPhone 15 Pro Max -এর প্রসঙ্গে।

আসন্ন দুটি মডেল সংস্থার ইন-হাউস তথা লেটেস্ট ৩এনএম প্রসেসিং নোড ভিত্তিক A17 Bionic চিপসেট দ্বারা চালিত হবে। জানিয়ে রাখি, A17 Bionic চিপসেট Snapdragon 8 Gen 2 -এর থেকেও অনেক বেশি শক্তিশালী হবে। যে কারণে, Samsung Galaxy S23 -এর থেকে বহু গুন বেশি ভালো পারফরম্যান্স প্রদান করবে iPhone 15 লাইনআপের 'Pro' মডেল দুটি।

Apple iPhone 15 Pro / Pro Max মডেলকে কী হারাতে পারবে Samsung Galaxy S23?

আসন্ন অ্যাপল আইফোন ১৫ সিরিজের 'প্রো' এবং 'প্রো ম্যাক্স' মডেল দুটিতে নতুন এ১৭ বায়োনিক (A17 Bionic) চিপসেট ব্যবহার করার কথা ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। আলোচ্য প্রসেসর পূর্ববর্তী এ১৬ বায়োনিক (A16 Bionic) -এর থেকেও আরো উন্নত অর্থাৎ ৩এনএম প্রসেসিং নোডের উপর ভিত্তি করে নির্মিত হতে পারে। বিপরীতে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি ৪এনএম প্রসেসিং নোডের উপর ভিত্তি করে নির্মিত।

প্রসেসিং নোড সংক্রান্ত ভিন্নতা কীভাবে অ্যাপল ও স্যামসাং ডিভাইসগুলিকে প্রভাবিত করতে পারে সেই বিষয়কে ব্যাখ্যা করেছে টেকর‌্যাডার (TechRadar) তাদের একটি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, একটি চিপসেটের প্রসেসিং নোডের ন্যানোমিটার (এনএম) যত কম থাকবে সেটি ততবেশি ভালো পারফরম্যান্স প্রদানে সক্ষম হবে। একটি ৩ এনএম প্রোডাকশন প্রসেস নির্মিত ডিভাইস, একটি ৪এনএম ম্যানুফ্যাকচারিং নোড ভিত্তিক চিপসেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সংখ্যক ট্রানজিস্টর স্থানান্তরিত করার অনুমতি দেয়। আর ট্রানজিস্টর কাউন্ট যত বেশি হবে তত বেশি বর্ধিত পাওয়ার এবং উন্নত পাওয়ার এফিসিয়েন্সি প্রদানে দক্ষ হয়ে উঠবে একটি চিপসেট।

উল্লেখিত কারণগুলির ভিত্তিতে অ্যাপল বিকশিত এ১৭ বায়োনিক চিপসেট দুর্দান্ত তথা আরো 'অ্যাডভান্স' পারফরম্যান্স অফার করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রিপোর্টে আরো উল্লেখিত আছে যে, এ১৭ বায়োনিক চিপসেট ১৮ বিলিয়ন থেকে ২৪ বিলিয়ন পর্যন্ত ট্রানজিস্টর কাউন্ট সহ আসতে পারে। যেখানে কিনা পুরোনো প্রজন্মের এ১৬ বায়োনিক এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের ট্রানজিস্টর কাউন্ট ১৬ বিলিয়ন।

অতএব স্বাভাবিকভাবেই আসন্ন iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল দুটি পূর্বসূরি iPhone 14 Pro -কে পারফরম্যান্সের নিরিখে হারিয়ে দেবে। পাশাপাশি Samsung Galaxy S23 সহ ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক প্রসেসরের সাথে বিদ্যমান অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনকেও প্রতিযোগিতায় পরাজিত করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News