ক্যামেরার চমক দেখবে বিশ্ব, Apple iPhone 16 Pro ফোনে প্রথমবার পাওয়া যাবে টেট্রাপ্রিজম ক্যামেরা
মাত্র দু'মাস আগেই আত্মপ্রকাশ করেছে iPhone 15 সিরিজ। এর পরপরই iPhone 16 লাইনআপে কোন কোন নতুন ফিচার বা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হবে সেই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে। হালফিলে উক্ত সিরিজের প্রসেসর ভ্যারিয়েন্ট এবং কানেক্টিভিটি পোর্ট নিয়ে কিছু তথ্য সামনে এসেছিল। আবার আজ, Apple তাদের এই আপকামিং সিরিজের একটি 'Pro' মডেলে ১২০মিমি টেট্রাপ্রিজম লেন্স ব্যবহার করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে।
১২০ মিমি টেট্রাপ্রিজম ক্যামেরা সহ আসতে পারে Apple iPhone 16 Pro
অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও (Ming-Chi Kuo) দাবি করেছেন যে, কুপারটিনো ভিত্তিক টেক জায়ান্টটি আসন্ন আইফোন ১৬ প্রো মডেলে অ্যাডভান্স প্রযুক্তির ১২০মিমি টেট্রাপ্রিজম টেলিফটো শুটার ব্যবহার করার পরিকল্পনা করছে। এক্ষেত্রে অ্যাপল, লার্গান (Largan) সংস্থার সাথে হাত মিলিয়ে এই লেন্স নির্মাণের কাজ করবে। জানিয়ে রাখি, টেট্রাপ্রিজম লেন্স তৈরি করা জটিল এবং শুধুমাত্র লার্গান -ই এই লেন্স উৎপাদনে সমর্থ। ফলে এই মুহূর্তে টেট্রাপ্রিজম ক্যামেরা লেন্সের একমাত্র সরবরাহকারী হিসাবে উক্ত সংস্থাটি নিযুক্ত থাকছে।
জানিয়ে রাখি, টেট্রাপ্রিজম পেরিস্কোপ লেন্স নির্মাণের প্রক্রিয়া কঠিন হওয়ায় বিভিন্ন ধরণের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল লার্গান সংস্থাটিকে। ফলে এতদিন এই লেন্সের উৎপাদনকার্য যথেষ্ট কম ছিল। এমনকি সাপ্লাই চেইনেও সমস্যা দেখা দেয়। যেকারণে এই বছর শুধুমাত্র iPhone 15 Pro Max -এ আলোচ্য লেন্সটি উপলব্ধ করা সম্ভব হয়।
তবে এখন লার্গান, উৎপাদনকার্যে দেখা দেওয়া সমস্যাগুলির সমাধান করে ৭০% অধিক লেন্স তৈরীর কাজ সফলভাবে সঞ্চালন করতে পারছে বলে জানিয়েছে। যেকারণে কুও দাবি করেছেন যে, ২০২৪ সালে টপ-এন্ড মডেলের পাশাপাশি আইফোন ১৬ প্রো ফোনেও টেট্রাপ্রিজম প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে চলেছে অ্যাপল।
প্রসঙ্গত, লার্গান বর্তমানে অ্যাপল (Apple) এবং হুয়াওয়ে (Huawei) ব্র্যান্ডের জন্য পেরিস্কোপ লেন্সের প্রাথমিক সরবরাহকারী হিসাবে কাজ করে। তাই মনে করা হচ্ছে, আসন্ন হুয়াওয়ে পি৭০ (Huawei P70) ফ্ল্যাগশিপ সিরিজের উন্নত ক্যামেরা অফারের ক্ষেত্রে উক্ত লেন্স উৎপাদনকারী সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।