এই পুরনো iPhone বেচলে দাম মিলছে ২৮ লাখ টাকা, আপনার কাছে আছে নাকি?

খুব সম্ভবত আগামী মাসে (অর্থাৎ সেপ্টেম্বরেই) বহু প্রতীক্ষিত iPhone 14 (আইফোন ১৪) সিরিজটিকে বাজারে লঞ্চ করবে Apple (অ্যাপল)। স্বাভাবিকভাবেই প্রযুক্তিমহল এখন সেইদিকে তাকিয়ে আছে। তবে দেখতে গেলে শুধু নতুন মডেল লঞ্চ নয়, বরঞ্চ স্মার্টফোন-মোবাইলের ক্ষেত্রে সবসময়ই ট্রেন্ডে থাকে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত iPhone; এটি ইউজারদের কাছে একটি স্ট্যাটাস সিম্বল বা আভিজাত্যের ধারক! এমনিতে iPhone-এর প্রিমিয়াম মডেলগুলির দাম লাখ টাকার ওপরে থাকে, কিন্তু যদি বলি একটি পুরনো iPhone বিক্রি করলেও লক্ষাধিক টাকা দাম পাওয়া যেতে পারে – তাহলে সে খবর সবাইকে অবাক করতে পারে বৈকি! সেক্ষেত্রে আশ্চর্যজনক হলেও এমনটা সত্যিই হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অতিপুরনো ২০০৭ সালের iPhone (যা কিনা সিল করা বাক্সে ছিল) প্রায় ৩৫,০০০ ডলার (ভারতীয় মূল্যে ২৭,৯৫,৫৩৮ টাকার কাছাকাছি) দামে বিক্রি হয়েছে। ২০০৭ সালে সংস্থার তৎকালীন সিইও স্টিভ জোভসের উপস্থিতিতে চালু হওয়া এই iPhone, আমেরিকায় নিলামের দরুন এই দামে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।

কী ফিচার রয়েছে নিলামে ওঠা এই iPhone-এ?

অ্যাপলের এই টাচস্ক্রিন মোবাইল ফোনটি ১৫ বছর আগে সান ফ্রান্সিসকোতে ম্যাকওয়ার্ল্ড কনভেনশনে আইপড (iPod)-এর সাথে লঞ্চ হয়েছিল। কী-প্যাড মোবাইলের ওই জমানাতে, আইফোনটি ক্যামেরা এবং ওয়েব ব্রাউজিংয়ের মত ফিচারসহ এসেছিল – যার ফলে এতে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিজ্যুয়াল ভয়েস মেইল ​​এবং ওয়েব ব্রাউজার বিদ্যমান।

শুধু তাই নয়, এত পুরনোদিনের হলেও আইফোনটি ৪ জিবি এবং ৮ জিবি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল, যেখানে প্রথম মডেলটির দাম ৪৯৯ ডলার এবং দ্বিতীয়টির মূল্য ৫৯৯ ডলার রাখা হয়। এর মধ্যে ৮ জিবি মডেলটিই হালফিলে নিলামে ৩৫,৪১৪ টাকায় বিক্রি হয়েছে।

iPhone 14 কবে লঞ্চ হবে?

ইতিমধ্যেই iPhone 14 সিরিজের লঞ্চ নিয়ে বেশ আলোচনা চলছে। iPhone 14, iPhone 14 mini, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মানে এবারেও মোট চারটি নতুন আইফোন চালু করতে চলেছে Apple। সম্ভবত আগামী ৭ই সেপ্টেম্বর এগুলির ওপর থেকে পর্দা সরবে।