Apple FineWoven: রামধনুর থেকেও বেশি রং, iPhone 15-র জন্য নতুন কেস আনছে অ্যাপল
অ্যাপল (Apple)-এর আসন্ন iPhone 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি চলতি মাসেই লঞ্চ করতে চলেছে। কিছু নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে মার্কিন কোম্পানিটি নতুন হ্যান্ডসেটগুলির সাথে তাদের "ফাইনউভেন" (FineWoven) ফোন কেসগুলির একটি নতুন লাইনআপও প্রকাশ করবে৷ এই কেসগুলি পুরোনো লেদার কেসগুলিকে রিপ্লেস করার সাথে সাথে নতুন ম্যাগনেটিক অ্যাপল ওয়াচ ব্যান্ডের সাথে ম্যাচ করবে বলেও জানা গেছে। এগুলি দশটি ভিন্ন ও আকর্ষণীয় কালারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Apple তাদের আইফোনগুলির জন্য বাজারে আনছে নতুন FineWoven কেস
লিকস্টার কোসুতামি রিপোর্ট করেছেন যে, "ফাইনওভেন" কেসের নতুন লাইনআপটি সম্ভবত ব্ল্যাক, মালবেরি, টোপ, এভারগ্রিন, প্যাসিফিক ব্লু, উইস্টেরিয়া, অ্যান্টিক হোয়াইট, বাটার ইয়েলো, অরেঞ্জ এবং পিঙ্ক - এই কালার শেডগুলিতে পাওয়া যাবে। ইতিমধ্যেই এই কেসগুলির কিছু ছবি অনলাইনে ফাঁসও হয়েছে, যা থেকে জানা গেছে যে, কেসগুলিতে রাবার দিয়ে মোড়ানো প্রান্ত রয়েছে যা কেসের পিছনের বুনন সদৃশ অংশের রঙের চেয়ে সামনে গাঢ়। টিপস্টারের মতে, অ্যাপল এই কেসগুলির উপাদানকে "ফাইনউভেন" নাম দেবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও কোসুতামি আগে বলেছিলেন যে, অ্যাপল সম্ভবত Watch Series 9-এর সাথে ম্যাগনেটিক বাকল সহ একটি নতুন বোনা ফ্যাব্রিক ব্যান্ড প্রকাশ করবে। তিনি এখন বলছেন যে, প্রিমিয়াম আইফোন কেসের নতুন লাইনের মতো একই উপাদান থেকে স্মার্টওয়াচের ব্যান্ডটিও তৈরি করা হবে। জানিয়ে রাখি, চলতি মাসের শুরুতে শোনা গিয়েছিল যে, Apple iPhone 15 সিরিজের জন্য লেদার কেস বন্ধ করার পরিকল্পনা করছে। কিছু সূত্র থেকে এও জানা যায় যে কোম্পানিটি বোনা কাপড়ের মতো লুক সহ একটি চামড়ার বিকল্প তাদের নতুন কেসগুলিতে ব্যবহার করতে চলেছে। আর এখন টিপস্টার কোসুতামিও এটিকে সমর্থন করেছেন।
উল্লেখ্য, iPhone 15 সিরিজটি আগামী ১২ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে স্থির করা হয়েছে। জানা গেছে যে, অ্যাপল টাইটান গ্রে এবং ডার্ক ব্লু - এই দুটি নতুন কালারে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলগুলিকে বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। এই রঙগুলি লেটেস্ট iPhone 14 Pro-এর গোল্ড এবং পার্পল অপশনগুলির পরিবর্তে বাজারে আসবে। এছাড়াও, অ্যাপল সিলভার এবং স্পেস ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টেও iPhone 15 Pro মডেলগুলি অফার করতে পারে।