Solar Eclipse: কিছুদিন পর বছরের শেষ সূর্যগ্রহণ, উত্তেজিত বিজ্ঞান ও জ্যোতিষমহল, জেনে নিন দিনক্ষণ

পুজোর মুখে আবার গ্রহণ সূর্যের। জ্যোতিষশাস্ত্র জোরালো প্রভাবের দাবি করছে, কী বলছে NASA?

Suryagrahan 2023: বিজ্ঞান এবং জ্যোতিষবিদ্যা, উভয় ক্ষেত্রেই গ্রহ-নক্ষত্রের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতো ঘটনাও তাই মানবজীবনে বিশেষ ভূমিকা রাখে। যেমন, আগস্ট মাস শেষ হওয়ার পথে আসতেই, এই বছরের মানে ২০২৩ সালের শেষ সূর্যগ্রহণের (Solar Eclipse) দিনটিও এগিয়ে আসছে যা নিয়ে বিজ্ঞানীমহলের পাশাপাশি আধ্যাত্মিক মনোভাবাপন্নেরাও বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। আসলে চলতি বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০শে এপ্রিল। আর মহাকাশ বিজ্ঞানীরা ঘোষণা করেছেন যে ২০২৩-এর দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণটি আগামী ১৪ই অক্টোবর, শনিবার সংঘটিত হবে। সেক্ষেত্রে আসন্ন মহাজাগতিক ঘটনাটি বলয়গ্রাস প্রকৃতির হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র এই দিনটিকে বিশেষভাবে পালন করার এবং বেশ কিছু রাশিকে সাবধান থাকার কথা বলেছে। আসুন, এখন ২০২৩ বছরটির শেষ সূর্যগ্রহণ সময়কাল এবং এই বিষয়ে আরও কিছু তথ্য জেনে নিই।

সূর্যগ্রহণ ২০২৩-এর সময়কাল

নাসা ঘোষণা করেছে যে, আগামী ১৪ই অক্টোবর এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে যেখানে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে দিতে পারবেনা। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ওইদিন গ্রহণ রাত ৮:৩৪ মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত ২:২৫-এ। আর এক্ষেত্রে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পড়ায়, দিনটি শনি অমাবস্যা উপবাসের জন্যও পালন করা যেতে পারে।

কীভাবে এবং কোথায় দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ?

ভারতে, বছরের প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয়টিও দৃশ্যমান হবেনা। এই সূর্যগ্রহণ দেখা যাবে প্রধানত মেক্সিকো, কিউবা, বার্বাডোস, অ্যান্টিগুয়া, চিলি, ডমিনিকা, বাহামা, কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, জ্যামাইকা, হাইতি, আমেরিকা, কলম্বিয়া প্রভৃতি ভূখণ্ডে। তবে ভারতের মানুষ চাইলে নাসা (NASA)-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি দেখতে পাবেন।

জ্যোতিষশাস্ত্র কী বলছে?

যারা জ্যোতিষ চর্চা করেন, তারা বলেছেন যে সূর্যগ্রহণ দেখা না গেলেও তা সমস্ত রাশিকে প্রভাবিত করবে। এই কারণে তাঁরা মেষ, বৃষ, কর্কট, তুলা এবং মকর রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে বলেছেন। তবে টেকগাপ এই ধরণের গণনার যথার্থতা বিচার বা নিশ্চিত করেনা।