Smartphone Camera Lens: ফোনে ছবি উঠবে DSLR এর মতো, কম দামের এই গ্যাজেট কিনবেন নাকি
কিছু সময় আগে পর্যন্ত পেশাদারি স্তরের ফটো শুটিংয়ের জন্য দামি DSLR ক্যামেরার প্রয়োজন হতো। কিন্তু এখন মোবাইল ফোন ব্র্যান্ডগুলি তাদের স্মার্টফোনের সাথে দুর্দান্ত মানের ক্যামেরা অফার করছে। ফলে কিছুটা হলেও মানুষের মধ্যে DSLR দিয়ে ছবি তোলার প্রবণতা কমেছে। যদিও এইধরণের ক্যামেরায় যেসব ফিচার, মোড ও বিভিন্ন জুমিং পাওয়ারের সুবিধা পাওয়া যায় তার প্রত্যেকটা মোবাইল ফোনেও বিদ্যমান - এমনটা কিন্তু নয়। ফলে আপনি যদি নিজের হ্যান্ডসেটের মাধ্যমে পেশাদারি ফটোগ্রাফি করতে চান, তাহলে একটি ছোট গ্যাজেট আছে যা খুবই কাজে লাগতে পারে। আমরা কথা বলছি স্মার্টফোন ক্যামেরা লেন্স -এর ব্যাপারে। এগুলি ম্যাক্রো শুট থেকে শুরু করে দীর্ঘ ফোকাল দৈর্ঘ্য যুক্ত ফটোগ্রাফি করতে দেয়। এই লেন্সগুলি ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) সহ অন্যান্য অনলাইন শপিং পোর্টালের মাধ্যমে কেনা যাবে। নীচে সেরা কয়েকটি স্মার্টফোন ক্যামেরা লেন্স সম্পর্কে আলোচনা করা হল…
৩টি সেরা স্মার্টফোন ক্যামেরা লেন্স
Verilux Professional Mobile Phone Lens :
ভেরিলাক্স প্রফেশনাল মোবাইল ফোন লেন্স দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদানে সক্ষম। এটি ফোনে ০.৪৫এক্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২.৫এক্স ম্যাক্রো এইচডি ক্লিপ সহ এসেছে। এই লেন্স - Apple, Samsung, Oppo, Realme ব্র্যান্ডের স্মার্টফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে একটি ক্লিপ আছে, যার সাহায্যে এই গ্যাজেট সহজে মোবাইল ফোনের রিয়ার ক্যামেরার সাথে যুক্ত করা যাবে। এছাড়া ওজনে এই লেন্স খুব হালকা হওয়ায় বহন করতেও কোনো সমস্যা হবে না। Amazon -এর ভেরিলাক্স প্রফেশনাল মোবাইল ফোন লেন্স ৫২৯ টাকায় বিক্রি হচ্ছে।
SKYVIK Signi Lens :
স্কাইভিক সিগনি লেন্স Apple, Samsung সহ অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের স্মার্টফোনে ব্যবহার করা যাবে। সিগনি ২ ইন ১ লেন্স কিটের মধ্যে রয়েছে - ০.৪৫এক্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১৫এক্স ম্যাক্রো শুটার৷ আলোর প্রতিফলন কমাতে লেন্সটি অ্যালুমিনিয়াম অ্যালয় এবং কোটেড গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। এই ক্যামেরা লেন্সের দাম ২,২৯৯ টাকা।
Adcom 8 in 1 Mobile Phone Camera Lens :
অ্যাডকম সংস্থার এই স্মার্টফোন ক্যামেরা লেন্সের দাম ২,১০৬ টাকা। এই লেন্স লং ফোকাসিং অবজেক্ট শুট করতে সক্ষম। এর অন্যতম বিশেষত্ব হল রাতের অন্ধকারেও ব্যবহারকারীরা খুব ভালো ফটো শুটিং করতে পারবে। এই লেন্সটি যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোনে ব্যবহার করা যাবে।