iQOO Phone Explodes: চার্জে বসাতেই ফোন ব্লাস্ট! বরাত জোরে বাঁচল প্রাণ, এই ভুল করলে আপনার কপালেও বিপদ

iQOO Phone Explodes - চার্জে বসাতে গিয়ে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এদিন এরকমই এক ঘটনা ঘটল আইকিউ স্মার্টফোনের সঙ্গে। বিপদ এড়াতে কী কী বিষয় মাথায় রাখা জরুরি জানুন।

Update: 2024-11-02 15:21 GMT

iQOO Smartphone Explodes

স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে ইদানিং বহু মানুষের মধ্যে উদাসীনতা দেখা যায়। যার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ সাম্প্রতিক এক ঘটনা। এক্স প্লাটফর্মে এক ইউজার জানান, চার্জে বসানোর পর ফোন গরম হতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই ধোঁয়া বেরোতে শুরু করে ব্যাটারি থেকে। জানা গিয়েছে এই ফোনটি ছিল আইকিউ নিও ৭ প্রো। ওই ব্যক্তি দাবি করেন, সফটওয়্যার আপডেট করার পরই এই গন্ডগোল শুরু হয়।

এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে। কিন্তু, চিন্তায় ফেলেছে অন্যান্য স্মার্টফোন ব্যবহারকারীদের। বিশেষ করে যাঁরা এই ফোনটি ব্যবহার করছেন। এক্স হ্যান্ডেলে অনেকেই অভিযোগ করেছেন কোম্পানির বিরুদ্ধে। সার্বিক ভাবে এই ঘটনা ফের একবার ফোন এবং ব্যাটারির সুরক্ষা সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

যে ইউজার ঘটনাটি পোস্ট করেছেন তিনি দাবি করেন, তাঁর ফোন ওয়ারেন্টির মধ্যে রয়েছে। যখন তিনি ফোনটি সার্ভিস সেন্টারে নিয়ে যান তখন তাঁকে বলা হয় ফিজিক্যাল ড্যামেজ হওয়ার কারণে এই বিপত্তি। যা মানতে চাননি তিনি। বরং কোম্পানিকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার দায়িত্ব নেওয়ার আবেদন করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে আইকিউ। কোম্পানির কথায়, উক্ত পোস্টে ফোন বিস্ফোরণ হওয়ার প্রকৃত কারণ উল্লেখ করা হয়নি।

ফোন বিস্ফোরণ এড়াতে কী কী করণীয় জেনে রাখা ভীষণ জরুরি -

এক্ষেত্রে সবার প্রথম যে ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করছেন তার অরিজিনাল চার্জার ব্যবহার করুন। ভুল চার্জার ব্যাটারি ম্যালফাংশনের কারণ হতে পারে।

চার্জিংয়ের সময় চেষ্টা করুন ফোনের ব্যবহার বন্ধ রাখতে। কারণ তা না করলে ফোনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বাড়তে শুরু করে।

রাতভর ফোন চার্জে বসাবেন না। এর ফলে ওভারহিটিংয়ের সমস্যা তৈরি হতে পারে। যা ফোন বিস্ফোরণ হওয়ার প্রধান কারণ।

ফোনের ব্যাটারি দ্রুত গরম হলে দ্রুত সার্ভাস সেন্টারে যোগাযোগ করুন। ওয়ারেন্টির আওতায় থাকলে ব্যাটারি বদলে নিন।

Tags:    

Similar News