ফিচার, পারফরম্যান্স তাক লাগিয়ে দেবে! ২০ হাজার টাকার কমে সেরা এই পাঁচটি Smartphone
Best Phones Under 20000: বাজারে এখন স্মার্টফোনের সংখ্যা এতই বেশি যে, একই দামে কার্যত একরকম ফিচার বিশিষ্ট ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট ক্রেতাদের বিভ্রান্ত করে তোলে। এদিকে তাতেও নতুন স্মার্টফোন লঞ্চ হওয়ার ব্যাপারে কোনো ক্ষান্তি নেই! প্রায় প্রতিদিনই কোনো না কোনো কোম্পানি নতুন মডেল নিয়ে আনছে। এমতাবস্থায় আপনি যদি একটি নতুন স্মার্টফোন কিনতে চান এবং আপনার বাজেট হয় ২০,০০০ টাকার মধ্যে, তাহলে তেমন ভাবনা-চিন্তার তেমন প্রয়োজন নেই। কারণ আজ আমরা এই দামে উপলব্ধ সেরা পাঁচটি স্মার্টফোনের কথা বলব, যেগুলির ক্যামেরা, ডিসপ্লে কোয়ালিটি তথা পারফরম্যান্সের দিক দিয়ে অনেক দামী ফোনকে পেছনে ফেলতে পারে। চলুন, দেখে নিই তালিকা।
বাজেট ২০ হাজার টাকা? সেরা ফিচার পাবেন এই পাঁচ ফোনে
১. Vivo T2 5G: এই ফোনটির মূল্য ১৮,৯৯৯ টাকা।
ফিচার বলতে, ভিভোর এই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৩৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বিশিষ্ট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
২. iQOO Z7 5G: এর দাম পড়বে ১৮,৯৯৯ টাকা।
এই ফোনেও আছে ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বিশিষ্ট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
৩. Realme 11 5G: ১৮,৯৯৯ টাকা দিয়ে এই ফোনটি কেনা যাবে।
এতে পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
৪. Samsung Galaxy M34: ফোনটির দাম পড়বে ১৯,৯৯৯ টাকা।
এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১২৮০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
৫. OnePlus Nord CE3 Lite 5G: এর মূল্য ১৯,৯৯৯ টাকা।
ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন।