১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩, Xiaomi Redmi, Samsung, Realme রয়েছে তালিকায়

By :  ANKITA
Update: 2023-04-06 07:18 GMT

আপনার বাজেট যদি ১০ হাজার টাকা হয় এবং আপনি যদি নতুন কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা Realme, Poco, Samsung, Redmi-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের বেশ কয়েকটি ফোন নিয়ে কথা বলবো, যেগুলির দাম ১০ হাজার টাকার মধ্যে রয়েছে। তবে দাম কম হলেও ভাববেন না যে এগুলিতে আকর্ষণীয় ফিচার নেই। বরং দামের নিরিখে ফোনগুলি দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করবে।

Best mobile phones under 10 thousand rupees 2023

POCO M5

দাম: ৯,৪৯৯ টাকা

The Poco M5 smartphone has a 6.58-inch Full HD+ display with a 90Hz refresh rate. It has a 5000 mAh battery for power backup. The phone uses MediaTek G99 processor for performance. The Poco M5 phone has a 50-megapixel triple camera setup for photography and videography. Besides, there is an 8 megapixel front camera. The phone can be purchased from Amazon and Flipkart.

Samsung Galaxy F13

দাম: ১০,৯৯৯ টাকা (ব্যাঙ্ক অফারে ৯,৮৯৯ টাকা)

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। আর এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৮৫০ প্রসেসর। ফোনটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ এসেছে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Redmi 10A Sport

দাম: ১০,৫০০ টাকা (অফারে ৯,৯৯০ টাকা)

রেডমি ১০এ স্পোর্ট ফোনের সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ চিপসেট সহ এসেছে। রেডমি ১০এ-তে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

Realme Narzo 50i

দাম: ৮,৯৯৯ টাকা

ডুয়াল সিমের রিয়েলমি নারজো ৫০আই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ (১,৬০০x৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিভাইসটিতে ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর এসসি৯৮৬৩এ (SC9863A) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, হ্যান্ডসেটটিতে ৮ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Tags:    

Similar News