25000 টাকা বাজেটে বাজার কাঁপাচ্ছে এইসব Smartphone: ক্যামেরা থেকে ডিসপ্লে-প্রসেসর, সবই দুর্দান্ত
Best Phone Under 25000: ভারতের স্মার্টফোনের বাজার দিন দিন প্রসিদ্ধ এবং সমৃদ্ধ হচ্ছে। একদিকে এদেশের মানুষ সময়ের সাথে আধুনিক হয়ে ওঠা মোবাইল হ্যান্ডসেটের ওপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন, অন্যদিকে কোম্পানিগুলিও চাহিদা দেখে বিভিন্ন রেঞ্জের এবং ভালো ভালো ফিচারের ফোন আনছে। ফলত, ফোন কেনার ক্ষেত্রে এখন প্রচুর বিকল্প চোখে পড়ে। তবে আপনি যদি এই মুহূর্তে নিজের জন্য সেরা ফোনটি বেছে নিতে চান তাও আবার 25 হাজার টাকা বাজেটে, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে চার-চারটি সেরা ডিভাইসের হদিশ।
হ্যাঁ, আজ আমরা OnePlus, Nothing থেকে শুরু করে Motorola, Poco-র মতো ব্র্যান্ডের কিছু লো-মিড রেঞ্জার ফোন সম্পর্কে কথা বলব যেগুলিতে ভালো ডিসপ্লে-প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি ফিচার পাওয়া যাবে। আসুন দেখে নিই তালিকা…
বাজেট 25,000 টাকা হলে কেনার জন্য সেরা এই ফোনগুলি
১. Poco X6 5G: এর দাম 19,999 টাকা থেকে শুরু।
স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর, 12 জিবি পর্যন্ত র্যাম, 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,100 এমএএইচ ব্যাটারি এবং 64 মেগাপিক্সেল ওআইএস (OIS) প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
২. Motorola Edge 40 Neo: এই স্মার্টফোনটির দাম 22,999 টাকা থেকে শুরু।
এতে রয়েছে 144 হার্টজ 6.55 ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7030 প্রসেসর, 12 জিবি পর্যন্ত র্যাম, 256 জিবি ইন্টারনাল স্টোরেজ মিলবে, 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও 5,000 এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে।
৩. Nothing Phone (2a): এর দাম শুরু 23,999 টাকা থেকে।
ফিচার বলতে এই ফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৪. OnePlus Nord CE4 5G: সদ্য লঞ্চ হওয়া এই ফোনটির প্রারম্ভিক দাম 24,999 টাকা।
এটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2,160 হার্টজ PWM ডিমিং ফিচারবিশিষ্ট 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। সাথে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,500 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।