৮ হাজার টাকা সস্তায় ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Samsung Galaxy M53 5G স্মার্টফোন
বহু প্রতীক্ষার পর এদেশে গত অক্টোবর মাসে 5G পরিষেবা চালু হয়েছে। তাই দুরন্ত গতির নেট সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করার জন্য এখন কমবেশি সকলেই 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে আপনিও যদি হালফিলে কোনো নামজাদা কোম্পানির বাজেট রেঞ্জের পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোনের সন্ধানে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে বাম্পার ডিসকাউন্টের সুবাদে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে বর্তমানে ৩২,৯৯৯ টাকা দামের Samsung Galaxy M53 5G ফোনটি অনেকটাই সস্তায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা! ফলে বছরের একদম শেষ প্রান্তে এসে যারা অত্যন্ত কম খরচে একটি 5G স্মার্টফোন হাতের মুঠোয় পেতে চাইছেন, তাদের জন্য এই অফারটি এককথায় আদর্শ। আসুন, এই মুহূর্তে Amazon থেকে Samsung Galaxy M53 5G কিনতে হলে কত খরচ পড়বে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
অত্যন্ত কম খরচে Amazon থেকে কিনে নিন Samsung Galaxy M53 5G
বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে ২৪% বাম্পার ডিসকাউন্টের সাথে স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩২,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২৪,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ, বর্তমানে ফোনটির উপর ৮,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, সংস্থা কর্তৃক প্রদত্ত আকর্ষণীয় ব্যাংক ও এক্সচেঞ্জ অফারকে কাজে লাগালে ক্রেতারা আরও খানিকটা কম দামে স্যামসাংয়ের এই হ্যান্ডসেটটি খরিদ করতে পারবেন।
আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফোনটি কেনার ক্ষেত্রে একাধিক ব্যাংক অফারের সুবিধা প্রদান করছে অ্যামাজন। ফেডারেল ব্যাংকের কার্ড মারফত ট্রানজ্যাকশনে ২,২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ওয়ানকার্ড ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনে ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তদুপরি, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনলে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন ক্রেতারা। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। অর্থাৎ যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়, তাহলে অগ্রিম ছাড় এবং ব্যাংক ও এক্সচেঞ্জ অফারকে একত্রিত করলে একেবারে নামমাত্র খরচে স্যামসাংয়ের এই ফোনটিকে পকেটস্থ করে ফেলতে পারবেন ইউজাররা।
Samsung Galaxy M53 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। দুরন্ত পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ (MediaTek Dimensity 900) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। সংস্থার দাবি অনুসারে, এতে স্যামসাংয়ের নিজস্ব 'র্যাম প্লাস' ফিচার বিদ্যমান, যার সুবাদে ভার্চুয়াল র্যাম হিসেবে ৮ জিবি পর্যন্ত অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করা যাবে। সিকিউরিটির জন্য হ্যান্ডসেটটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ রয়েছে।
ক্যামেরার কথা বললে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য Samsung Galaxy M53 5G-এর সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আবার, ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।