সাশ্রয়ী দামে boAt Rockerz 660 গেমিং হেডফোন লঞ্চ হল, একটানা চলবে ৬০ ঘন্টা
দেশীয় অডিও অ্যাক্সেসরিজ নির্মাণকারী সংস্থা boAt ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন ওয়্যারলেস ইয়ারফোন Rockerz 660। আড়াই হাজার টাকার কমে লঞ্চ হওয়া এই গেমিং হেডফোনে বেশ কয়েকটি প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে। সংস্থার দাবি, হেডফোনটি ৬০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া boAt Rockerz 660 এসেছে ৫.০ ব্লুটুথ কানেক্টিভিটি এবং ফাস্ট চার্জিংয়ের সাথে। আসুন হেডফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
boAt Rockerz 660 দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে বোট রকার্স ৬৬০ ওয়্যারলেস হেডফোনটির দাম নির্ধারিত হয়েছে ২,৪৯৯ টাকা। অ্যাক্টিভ ব্ল্যাক, ফেয়ারি মুন এবং বাম্বল ব্লু এই তিনটি রঙে হেডফোনটি বেছে নেওয়া যাবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে হেডফোনটি কেনা যাবে।
boAt Rockerz 660 ফিচার ও স্পেসিফিকেশন
বোট রকার্স ৬৬০ হেডফোনটি গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। হেডফোনটির ইয়ার কুশন স্নাগ ফিট ডিজাইনে হওয়ায় এটি অনেকক্ষণ ব্যবহার করলেও স্বাচ্ছন্দ অনুভব করবেন ব্যবহারকারীরা। আবার এতে আছে ৫.০ ব্লুটুথ কানেক্টিভিটি। তবে ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়াও রকার্স ৬৬০ হেডফোনটিকে অক্স পোর্টের (Aux port) মাধ্যমেও সংযুক্ত করা যাবে। এই স্মার্ট অডিও অ্যাক্সেসরিজে রয়েছে ওয়ার ডিটেকশন ফাংশন, অর্থাৎ যখনই ব্যবহারকারীরা এটি পড়বেন তখন নিজে থেকেই এটি চালু হবে এবং যখন খুলে রাখবেন তখন স্বয়ংক্রিয়ভাবে হেডফোন বন্ধ হয়ে যাবে।
এছাড়া এই অডিও ডিভাইসে পাওয়া যাবে ডুয়েল পেয়ারিং ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা একই সাথে দুটি ডিভাইসের সাথে এটি কানেক্ট করতে পারবেন। boAt Rockerz 660 এসেছে ১০০০ এমএএইচ ব্যাটারির সাথে। সাথে থাকছে ৪০এমএম ড্রাইভারস। মাত্র ১০ মিনিট চার্জ দিলে এটি ৮ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে বলে সংস্থা দাবি করেছে।