কোটি টাকার iPhone বাজারে এল, বিশেষত্ব জানলে কিনে কাছছাড়া করতে চাইবেন না!

By :  techgup
Update: 2022-11-01 07:15 GMT

এমনিতে Apple-এর iPhone মডেলগুলি প্রিমিয়াম রেঞ্জে আসে; কিন্তু হালফিলে মার্কেটে এমন একটি iPhone লঞ্চ হয়েছে, যার দাম শুনলে রীতিমতো আঁতকে উঠবেন আপনি! আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি বাজারে এসেছে এক কোটি টাকারও অধিক মূল্যের iPhone। তবে এটি সাধারণ কোনো iPhone নয়, যেটি Apple Store থেকে কেনা যাবে; বিলাসবহুল পণ্য নির্মাতা সংস্থা Caviar, Apple-এর iPhone 14 Pro-এর একটি সীমিত সংস্করণ (লিমিটেড এডিশন) লঞ্চ করেছে, যেটি খুব দুষ্প্রাপ্য কিছু হীরে এবং বেশ কয়েকটি দামি ধাতু দিয়ে তৈরি। শুধু তাই নয়, ফোনটির পিছনে একটি Rolex ঘড়িও রয়েছে, যার ফলে সবমিলিয়ে ডিভাইসটির দাম এক কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আসুন, এই চমকপ্রদ হ্যান্ডসেটটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

লঞ্চ হল এক কোটি টাকারও বেশি দামের iPhone

সম্প্রতি অ্যাপলের আইফোন ১৪ প্রো-এর একটি সীমিত সংস্করণ (লিমিটেড এডিশন) লঞ্চ করেছে বিলাসবহুল পণ্য নির্মাতা সংস্থা ক্যাভিয়ার। কোম্পানির তরফে জানা গিয়েছে যে, এই মহামূল্যবান আইফোনটি বিশেষ কিছু হীরে এবং বেশ কয়েকটি দামী ধাতু দিয়ে তৈরি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, ফোনটির পিছনের প্যানেলে একটি রোলেক্স ডেটোনা (Rolex Daytona) ঘড়িও রয়েছে। উল্লেখ্য যে, অ্যাপল এবং রোলেক্স - এই দুটি কোম্পানিরই যাবতীয় প্রোডাক্ট চূড়ান্ত দামি হওয়া সত্ত্বেও বাজারে এগুলির অসম্ভব চাহিদা রয়েছে। তাই এই নয়া আইফোনটি যে অতি অবশ্যই শৌখিন তথা ধনী মানুষদের দৃষ্টি আকর্ষণ করবে, সেকথা বলাই বাহুল্য। এছাড়া, এই ডিভাইসটিতে রেস কারের কন্ট্রোল প্যানেলের মতো ডেকোরেটিভ সেন্সরও দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, নবাগত এই আইফোনটিকে পকেটস্থ করতে চাইলে খরচ পড়বে ১ লাখ ৩৩ হাজার ৬৭০ ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা)।

ফোনের ব্যাক প্যানেলে রয়েছে গোল্ড স্পিডোমিটার এবং স্যুইচ

আলোচ্য আইফোন ১৪ প্রো-তে টাইটানিয়াম ও কালো পিভিডি (PVD) আবরণ দিয়ে তৈরি মাল্টি-লেয়ার কেস বডি রয়েছে। উল্লেখ্য যে, রোলেক্স তাদের ঘড়ির কালো ডায়াল, কেস এবং ব্রেসলেট তৈরির জন্য এই পিভিডি কোটিং ব্যবহার করে। নবাগত এই আইফোনের লিমিটেড এডিশনের ব্যাক প্যানেলে গোল্ড স্পিডোমিটার এবং স্যুইচের দেখা মিলবে। এর ফলে ফোনের ব্যাক প্যানেলটি কোনো সুপারকারের ড্যাশবোর্ডের মতো দেখতে লাগে। সংস্থাটি এই ডিভাইসটির পিছনের প্যানেলটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি করেছে। তদুপরি, ফোনটিতে থাকা স্বর্ণনির্মিত স্যুইচগুলি হ্যান্ডসেটটির ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

গত বছর iPhone 13 ও iPhone 13 Pro Max-এর সীমিত সংস্করণ বাজারে এনেছিল Caviar

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছর Caviar কোম্পানি iPhone 13 এবং iPhone 13 Pro Max-এর একটি বিশেষ সীমিত সংস্করণ মার্কেটে লঞ্চ করেছিল। বিলাসবহুল পণ্য নির্মাতা সংস্থাটি এই লাইনআপের নাম দিয়েছিল "প্যারেড অফ দ্য প্ল্যানেটস" (Parade of the Planets)। এই ডিভাইসগুলি তৈরির ক্ষেত্রেও টাইটানিয়াম ব্যবহার করা হয়েছিল। উল্লেখ্য যে, কোনো প্রোডাক্টে যাতে জং না ধরে যায়, তার জন্য এখন অধিকাংশ কোম্পানিই এই ধাতুটিকে ব্যবহার করছে।

Tags:    

Similar News