মেড ইন ইন্ডিয়া iPhone 15 সিরিজের প্রশংসা মানতে পারছে না চীন, বিশ্বজুড়ে বয়কটের ডাক

By :  techgup
Update: 2023-10-02 08:27 GMT

একটা সময় চীন iPhone ম্যানুফাকচারিং-এর প্রধান কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে Apple ভারতে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলায় চীন ভারতকে তার অন্যতম প্রতিপক্ষ বলে মনে করছে। ফলে iPhone ম্যানুফ্যাকচারিং এই দুই দেশের মধ্যে দ্বন্দ্বের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চীনা ব্যবহারকারীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট প্রমাণ করে যে, তারা বিশ্বব্যাপী মেড ইন ইন্ডিয়া iPhone বিক্রি হওয়াকে বিশেষ পছন্দ করছে না। সম্ভবত, এই কারণে তারা মেড ইন ইন্ডিয়া আইফোন নিয়ে চক্রান্ত করতে শুরু করেছে।

ভারত এখন আইফোনের মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড হওয়ার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চীন তার লোকসানের আশঙ্কা শুরু করেছে। মনে করা হচ্ছে, এই কারণেই তারা প্রচারের মাধ্যমে ভারতের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ শুরু করেছে। কারণ তারা এখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই প্রচারকার্য শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টাও করে চলেছে।

শুধু তাই নয়, চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে মেড ইন ইন্ডিয়া iPhone 15 বয়কটের দাবি করেছে কিছু ব্যবহারকারী। আবার বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, মেড ইন ইন্ডিয়া iPhone 15 এবং iPhone 15 Plus মডেলগুলি নাকি ইউরোপ এবং আমেরিকায় বিক্রির জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তারা দাবি করেছে যে, মেড ইন ইন্ডিয়া আইফোনের মান নাকি অনেক খারাপ, এছাড়াও এই হ্যান্ডসেটগুলিতে হিটিং ইস্যুও দেখা দিচ্ছে।

তবে, কিছু ভারতীয় ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ চীনের এই দাবিকে মিথ্যা বলে জানিয়েছে। আবার কিছু বিশেষজ্ঞের মতে আইফোন iPhone 15 এবং iPhone 15 Plus মডেলে কোনোরকম হিটিং ইস্যু দেখা দিচ্ছে না। বরং হিটিং ইস্যু দেখা দিয়েছে iphone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল গুলিতে, যেগুলি চীনে তৈরি করা হয়েছে।

একটা সময় চীন iPhone ম্যানুফাকচারিং-এর প্রধান কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে Apple ভারতে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলায় চীন ভারতকে তার অন্যতম প্রতিপক্ষ বলে মনে করছে। ফলে iPhone ম্যানুফ্যাকচারিং এই দুই দেশের মধ্যে দ্বন্দ্বের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চীনা ব্যবহারকারীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট প্রমাণ করে যে, তারা বিশ্বব্যাপী মেড ইন ইন্ডিয়া iPhone বিক্রি হওয়াকে বিশেষ পছন্দ করছে না। সম্ভবত, এই কারণে তারা মেড ইন ইন্ডিয়া আইফোন নিয়ে চক্রান্ত করতে শুরু করেছে।

ভারত এখন আইফোনের মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড হওয়ার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চীন তার লোকসানের আশঙ্কা শুরু করেছে। মনে করা হচ্ছে, এই কারণেই তারা প্রচারের মাধ্যমে ভারতের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ শুরু করেছে। কারণ তারা এখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই প্রচারকার্য শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টাও করে চলেছে।

শুধু তাই নয়, চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে মেড ইন ইন্ডিয়া iPhone 15 বয়কটের দাবি করেছে কিছু ব্যবহারকারী। আবার বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, মেড ইন ইন্ডিয়া iPhone 15 এবং iPhone 15 Plus মডেলগুলি নাকি ইউরোপ এবং আমেরিকায় বিক্রির জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তারা দাবি করেছে যে, মেড ইন ইন্ডিয়া আইফোনের মান নাকি অনেক খারাপ, এছাড়াও এই হ্যান্ডসেটগুলিতে হিটিং ইস্যুও দেখা দিচ্ছে।

তবে, কিছু ভারতীয় ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ চীনের এই দাবিকে মিথ্যা বলে জানিয়েছে। আবার কিছু বিশেষজ্ঞের মতে আইফোন iPhone 15 এবং iPhone 15 Plus মডেলে কোনোরকম হিটিং ইস্যু দেখা দিচ্ছে না। বরং হিটিং ইস্যু দেখা দিয়েছে iphone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল গুলিতে, যেগুলি চীনে তৈরি করা হয়েছে।

Tags:    

Similar News