এপ্রিলে লঞ্চ হওয়া এই 32MP সেলফি ক্যামেরার Infinix ফোন মিলছে দারুণ ছাড়ে, ডিসপ্লে নজর কাড়বে

Update: 2024-06-04 15:03 GMT

বর্তমান সময়ে বাজারে ২৫ হাজার টাকা বাজেটের ফোনগুলির ব্যাপক চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এখন এই রেঞ্জে একটি স্মার্টফোন কিনতে চান এবং আপনার গুরুত্ব থাকে ভালো ক্যামেরা, উন্নত মানের ডিসপ্লে, ফাস্ট চার্জিং প্রযুক্তি ইত্যাদি গাদাগুচ্ছের ফিচারের ওপর, তাহলে আপনার জন্য সঠিক বিকল্প হতে পারে Infinix Note 40 Pro+ মডেলটি। আসলে গত এপ্রিলে লঞ্চ হওয়া এই ফোনটি এখন Flipkart-এ দুর্ধর্ষ ছাড়ে মিলছে। এটি আপনি ২৪,৯৯৯ টাকা বা তারও কমে কিনতে পারবেন – বদলে পাবেন 108MP ক্যামেরা, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, কার্ভড্ AMOLED স্ক্রিনের মতো ফিচার।

মাস ঘুরতেই বাম্পার ছাড় Infinix Note 40 Pro+ 5G ফোনে

ইনফিনিক্স নোট ৪০ প্রো+ ৫জি হ্যান্ডসেটটি একক ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসে, যার এমআরপি (MRP) ৩২,৯৯৯ টাকা। তবে এখন এটি ফ্লিপকার্টের অফারে ২৪,৯৯৯ টাকায় উপলব্ধ হয়েছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ৫% ক্যাশব্যাক থেকে শুরু করে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এটি সর্বনিম্ন ১,১৮৯ টাকার মাসিক ইএমআইয়েও পেতে পারেন।

তাছাড়াও, এই ফোনটি কেনার সময় পুরোনো হ্যান্ডসেট বদলে নিলে পাবেন ২৪,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। তবে এই ছাড় যে ফোন পাল্টাতে চাইছেন তার বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল ও কোম্পানি পলিসির ওপর নির্ভর করবে।

Infinix Note 40 Pro+ 5G-এর স্পেসিফিকেশন

মিড-বাজেট রেঞ্জের ইনফিনিক্স নোট ৪০ প্রো+ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৩০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪৩৬ পিক্সেল) ৫৫ ডিগ্রি কার্ভড্ ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এদিকে পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, যার সাথে আছে ১২ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, AI প্রোটেকশন ও বিশেষ কিছু আধুনিক প্রযুক্তিবিশিষ্ট ৪,৬০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে।

অন্যান্য ফিচারের কথা বললে, এই ইনফিনিক্স মোবাইল ফোনে এনএফসি (NFC) কানেক্টিভিটি থেকে শুরু করে জেবিএল (JBL) টিউনড্ ডুয়াল স্টিরিও স্পিকার বর্তমান। এছাড়া সফ্টওয়্যার ফ্রন্টে এটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস (XOS) ১৪ কাস্টম স্কিন দেখা যাবে।

Tags:    

Similar News