পুজোয় Google-এর একগুচ্ছ ঘোষণা: এবার ভারতে তৈরি হবে Pixel ফোন, Maps দিয়ে কাটা যাবে মেট্রো টিকিট
করোনা অতিমারীর সময় থেকে বৈদেশিক সংস্থাগুলি ব্যবসার জন্য ভারতের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে। Samsung থেকে শুরু করে Apple, ইতিমধ্যেই ম্যানুফাকচারিং সিস্টেম ট্রান্সফার করে এদেশের মাটিতে নিজেদের ডিভাইস তৈরি করা শুরু করেছে। সেক্ষেত্রে এই উৎসবের মরসুমে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বড় টেক ব্র্যান্ড Google ভারতে নিজের স্মার্টফোন-ল্যাপটপ তৈরির ঘোষণা করল। সংস্থাটি তার বার্ষিক ইভেন্ট 'Google for India 2023'-র ৯তম সংস্করণে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে এখন Google Pixel সিরিজের স্মার্টফোন এবং Chromebook ল্যাপটপগুলি ভারতে তৈরি করা হবে। এর পাশাপাশি তারা আরও অনেক বড় ঘোষণা করেছে, যার মধ্যে স্থান পেয়েছে YouTube safety, Google Pay এবং মেট্রো টিকিট বুকিংয়ের মতো বিষয়গুলি। চলুন, এখন এক নজরে Google-এর অনুষ্ঠানটির কিছু হাইলাইট দেখে নেওয়া যাক।
এবার ভারতে Pixel ফোন ও Chromebook ল্যাপটপ তৈরি করবে Google
সাম্প্রতিক ইভেন্টে গুগল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, লেটেস্ট Pixel 8 ফোনগুলিসহ পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলি এবার থেকে ভারতে তৈরি করা হবে। এর মধ্যে প্রথম মেড ইন ইন্ডিয়া পিক্সেল ডিভাইসটি ২০২৪ সালে অর্থাৎ আগামী বছর বাজারে আসবে। এছাড়া এইচপি (HP)-র সাথে হাত মিলিয়ে কোম্পানিটি শীঘ্রই ভারতে সাশ্রয়ী মূল্যের HP Chromebook তৈরি করা শুরু করবে।
YouTube-এর ক্ষেত্রেও সচেতন হচ্ছে Google
ভারতকে সুরক্ষিত রাখতে ইউটিউবের কনটেন্টের বিষয়ে মনোযোগী হচ্ছে গুগল। সংস্থাটি শিক্ষামূলক ভিডিও এবং এই জাতীয় কন্টেন্টের লভ্যতা বাড়াতে চাইছে, একইসাথে তারা ক্ষতিকারক বিষয়বস্তু মুছে ফেলার দিকেও সচেষ্ট হচ্ছে। ইতিমধ্যেই গুগল ইউটিউব পলিসি লঙ্ঘনকারী ২ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়ে দিয়েছে। এক্ষেত্রে ইউটিউব, ভারতে খবর পরিবেশনের জন্য একটি নতুন ওয়াচ পেজও পাচ্ছে।
Google Pay প্ল্যাটফর্মও আগের চেয়ে অনেক বেশি নিরাপদ
৩৫ কোটি ভারতীয় এখন ভারতে ডিজিটালি লেনদেন করছেন। সেক্ষেত্রে গুগল পে ভারতে ১২ হাজার কোটি টাকার স্ক্যাম বন্ধ করেছে। এমনকি কোম্পানিটি ৩,৫০০ সংখ্যক ঋণ প্রদানকারী অ্যাপ সরিয়েও দিয়েছে।
মেট্রো টিকিট বুকিংয়ের কাজে আসবে Google Maps
গুগল তার বহুল জনপ্রিয় ম্যাপস (Maps) অ্যাপের মধ্যে মেট্রো টিকিট বুকিংয়ের সুবিধা চালু করতে চাইছে। এর জন্য তারা ওএনডিসি (ONDC)-এর সাথে কাজ করছে এবং এই ফিচার আগামী কয়েক মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছে। এখানেই শেষ নয়, সংস্থাটি ওএনসিডি (ONCD)-র সাথে অংশীদারিত্ব করে ভারতীয় কৃষকদের ক্ষমতায়ন করতে চাইছে। এছাড়া ক্রিয়েটর ও ব্যবসায়ীদের সাহায্য করার জন্য গুগল সার্চে আসতে চলেছে এআই (AI) চালিত ওভারভিউ।