বাম্পার অফার! 12 হাজার টাকায় কিনুন Samsung এর 5G ফোন, 15 হাজার টাকায় OnePlus Nord CE 3 Lite
কয়েকদিন আগেই শেষ হয়েছে Amazon Great Freedom Festival Sale। তবে সেল শেষ হলেও Amazon এখনও আকর্ষণীয় ডিল দিচ্ছে। বর্তমানে এই ই-কমার্স প্ল্যাটফর্মে OnePlus এবং Samsung ব্র্যান্ডিংয়ের দুটি জনপ্রিয় 5G স্মার্টফোনকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। অফারের সাথে উপলব্ধ এই ডিভাইসগুলি হল – OnePlus Nord CE 3 Lite 5G এবং Samsung Galaxy M34 5G৷ যার মধ্যে Samsung হ্যান্ডসেটকে প্রায় ১২,০০০ টাকা কম খরচ করে কিনে নেওয়া যাবে। আর OnePlus -এর Nord-সিরিজ অন্তর্গত মডেলটিকে নূন্যতম ৯১২ টাকা ইএমআই প্রদান করে পকেটস্থ করা সম্ভব।
এই দুটি Samsung এবং OnePlus স্মার্টফোনকে সস্তায় কেনা যাবে Amazon থেকে
OnePlus Nord CE 3 Lite : ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোনের এমআরপি (MRP) ১৯,৯৯৯ টাকা। অ্যামাজন থেকে এটিকে কিনলে সাথে ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। যারপর এই ফোনের দাম কমে ১৪,৯৯৯ টাকা হয়ে যাবে। এছাড়া কিস্তিতে টাকা শোধ করতে চাইলে ৯৬০ টাকার প্রাথমিক ইএমআই বিকল্পও উপলব্ধ।
ফিচার - ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৭১-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮০ নিটস পিক ব্রাইটনেস, ৯১.৪০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য ডিভাইসে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিনে রান করে। ফটো ভিডিওগ্রাফির জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
Samsung Galaxy M34 5G : গ্যালাক্সি এম৩৪-সিরিজের এই হ্যান্ডসেটকে ২৪,৪৯০ এমআরপি (MRP) -এর সাথে লঞ্চ করা হয়েছিল। কিন্তু সীমিত সময়ের জন্য এটিকে ফ্লাট ৫,৪৯১ টাকা ডিসকাউন্ট সহ মাত্র ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার ডিসকাউন্টের পাশাপাশি, ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ২,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং ৯১২ টাকার প্রারম্ভিক ইএমআই বিকল্পের সুবিধার লাভও ওঠাতে পারবেন ক্রেতারা।
ফিচার - স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। পারফরম্যান্সের জন্য এতে ইন-হাউস এক্সিনস ১২৮০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করে। ক্যামেরা বিভাগের কথা বললে, আলোচ্য স্যামসাং হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷ এদিকে সেলফি এবং ভিডিও কলের সুবিধার্থে ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার উপস্থিত রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনকে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে নিয়ে আসা হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।