স্যামসাং, ওপ্পো-কে টেক্কা দিতে Honor আনছে ফ্লিপ-ফোল্ড ফোন, এই কারণে হবে স্পেশাল

Update: 2023-11-09 08:30 GMT

অনর (Honor) আগামী বছর তাদের অনুরাগীদের চমকে দিতে একগুচ্ছ নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। আর এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে আগামী বছর লঞ্চ হতে চলা অনরের এমনই এক ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি Honor Magic Flip নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি, আগামী বছর অনরের কতগুলো ফোল্ডেবল ফোন লঞ্চ হবে, সে বিষয়েও ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Honor Magic Flip-এর ব্যাটারি স্পেসিফিকেশন

অনর অক্টোবরে তাদের লেটেস্ট ফোল্ডেবল মডেল হিসেবে অনর ম্যাজিক ভিএস ২ লঞ্চ করেছে। আর এখন, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন অনর ম্যাজিক ফ্লিপ এবং অনরের ২০২৪ সালের ফোল্ডেবল সিরিজ সম্পর্কিত কিছু বিবরণ প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত, ব্র্যান্ডটি ম্যাজিক ভি সিরিজের অধীনে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর মতো নোটবুক-স্টাইলের ফোল্ডিং ডিজাইনের হ্যান্ডসেট বাজারে এনেছে। কিন্তু অনর ম্যাজিক ফ্লিপ হবে ব্র্যান্ডের প্রথম ক্ল্যামশেল ফোল্ডিং স্মার্টফোন।

তবে, চীনা কোম্পানিটি ফ্লেক্সিবল ডিসপ্লে সহ তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে অনর ম্যাজিক ফ্লিপ। অন্য দুই ফোনের নাম হতে পারে যথাক্রমে ম্যাজিক ভি৩ এবং অনর ভি পার্স ২। অনর ম্যাজিক ফ্লিপ ফোনে ২,৪২০ এমএএইচ এবং ১,৯৮০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি থাকবে, যা সম্মিলিত ৪,৫০০ এমএএইচ ক্ষমতা সরবরাহ করবে।

যদি টিপস্টারের এই দাবি সত্য হয়, তাহলে Honor Magic Flip সম্ভবত বর্তমান বাজারের সবচেয়ে বড় ব্যাটারি যুক্ত ফ্লিপ ফোন হবে। টিপস্টার আরও জানিয়েছেন যে, অনর তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনগুলিতে স্যাটেলাইট এবং ভ্যারিয়েবল অ্যাপারচার সহ নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। অন্যদিকে, Honor Magic V3 সম্ভবত Qualcommm Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলবে। লঞ্চ হতে পারে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে।

Tags:    

Similar News