Honor MagicBook X 14 2022, MagicBook X 15 2022 লেটেস্ট ইন্টেল প্রসেসর ও উইন্ডোজ ১১ ওএস সহ লঞ্চ

By :  SUPARNA
Update: 2022-04-21 14:38 GMT

Honor, আজ অর্থাৎ ২১শে এপ্রিল চীনে Honor MagicBook X 14 2022 এবং MagicBook X 15 2022 নামের দুটি নয়া ল্যাপটপ লঞ্চ করেছে। সংস্থার পোর্টফোলিওতে সদ্য সংযুক্ত এই ল্যাপটপগুলি, ১১তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, রাইনল্যান্ড লো ব্লু লাইট আই প্রটেকশন সমর্থিত ডিসপ্লে প্যানেল এবং ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে এসেছে। এছাড়া, উইন্ডোজ ১১ হোম এডিশন চালিত এই মডেল দ্বয়ে, পূর্বসূরি Honor MagicBook X 14 এবং MagicBook X 15 ল্যাপটপের ন্যায় প্রাইভেসি মোড সহ একটি এইচডি পপ-আপ ওয়েবক্যামেরাও দেওয়া হয়েছে। এছাড়া, সিকিউরিটির জন্য ডিভাইসগুলির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট রিডার এম্বেড করা থাকছে। চলুন নতুন Honor MagicBook X 14 2022 এবং MagicBook X 15 2022 ল্যাপটপের দাম ও বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Honor MagicBook X 14 2022, MagicBook X 15 2022 দাম

অনর ম্যাজিকবুক এক্স ১৪ ২০২২ ল্যাপটপটিকে একাধিক কনফিগারেশন সহ উপলব্ধ করা হয়েছে। যেমন, ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর সহ ৮ জিবি/১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৩ প্রসেসর সহ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন পাওয়া যাবে উক্ত মডেল৷ সংস্থার অনলাইন স্টোরের লিস্টিং অনুযায়ী, অনর ম্যাজিকবুক এক্স ১৪ ২০২২ মডেলের ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,২৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ৫০,৮০০ টাকার সমান রাখা হয়েছে।

পূর্ববর্তী মডেলের মতো একই কনফিগারেশন দেখা যাবে অনর ম্যাজিকবুক এক্স ১৫ ২০২২ ল্যাপটপেও৷ এই ল্যাপটপের ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর সহ ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৮৯৯ ইউয়ান বা প্রায় ৪৬,০০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর সহ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৪,৩৯৯ ইউয়ান বা প্রায় ৫২,০০০ টাকা।

অনর ম্যাজিকবুক এক্স ১৪ ২০২২ এবং ম্যাজিকবুক এক্স ১৫ ২০২২ উভয় ল্যাপটপই গ্লেসিয়ার সিলভার কালারে এসেছে।

Honor MagicBook X 14 2022 এর স্পেসিফিকেশন

অনর ম্যাজিকবুক এক্স ১৪ ২০২২ ল্যাপটপে রয়েছে একটি ১৪ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) IPS অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, যা টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন সহ এসেছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, এতে ইন্টেল গ্রাফিক্স এক্সই এবং ১১তম প্রজন্মের ইন্টেল কোর i5-1135G7 ভার্সন পর্যন্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম এডিশন দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে এতে, ১৬ জিবি পর্যন্ত DDR4 র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত PCIe SSD পাওয়া যাবে।

অন্যান্য ফিচার হিসাবে, এই ডিভাইসে একটি ব্যাকলিট কীবোর্ড, পাওয়ার বাটনে এম্বেডেড থাকা ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং প্রাইভেসি মোড সহ একটি ৭২০পিক্সেল রেজোলিউশনের এইচডি পপ-আপ ওয়েবক্যাম বিদ্যমান৷ এছাড়া, এই নয়া ল্যাপটপে দুটি স্পিকারও দেওয়া হয়েছে, যা উৎকর্ষমানের সাউন্ড অফার করবে।

Honor MagicBook X 14 ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ব্লুটুথ, ওয়াই-ফাই ৮০২.১১এএক্স, একটি ইউএসবি ২.০ পোর্ট, একটি ইউএসবি ৩.০ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ল্যাপটপটি একক চার্জে ৯.৯ ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও প্লেব্যাক প্রদান করবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, এই ব্যাটারি ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট করে বলেও জানা গেছে। সেক্ষেত্রে, অনরের বিবৃতি অনুসারে, এই নয়া ল্যাপটপ ৩০ মিনিটে ৪৪%, ৬০ মিনিটে ৮০% এবং ১২০ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম। MagicBook X 14 2022 -এর ওজন ১.৩৮ কেজি।

Honor MagicBook X 15 2022 স্পেসিফিকেশন

অনর ম্যাজিকবুক এক্স ১৫ ২০২২ ল্যাপটপে একটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) IPS ডিসপ্লে রয়েছে। এটি, ১১টম প্রজন্মের ইন্টেল কোর i5-1135G7 ভার্সন পর্যন্ত প্রসেসর এবং ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স সহ এসেছে। স্টোরেজ হিসাবে এতে, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি PCIe SSD বর্তমান। এছাড়া, পূর্ববর্তী মডেলের মতো এই ল্যাপটপেও, ফিঙ্গারপ্রিন্ট রিডার এম্বেডেড পাওয়ার বাটন, একটি এইচডি পপ-আপ ওয়েবক্যাম এবং ব্যাকলিট কীবোর্ড রয়েছে। এটি একক চার্জে ৭.২ ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম অফার করে‌ বলে দাবি করা হয়েছে। অনরের মতে, ল্যাপটপটি ৩০ মিনিটে প্রায় ৫২%, ৬০ মিনিটে ৮৩% পর্যন্ত এবং ২ ঘণ্টায় ফুল চার্জ হয়ে যাবে। MagicBook X 15 2022 ল্যাপটপের কানেক্টিভিটি অপশন ও অপারেটিং সিস্টেম MagicBook X 14 2022-এর অনুরূপ।

Tags:    

Similar News